সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীসহ বিভিন্ন স্তরের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ২৮ নেতাকর্মীকে সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ববর্তী সময়ে ওই নেতাকর্মীরা বিভিন্ন মামলায় গ্রেফতার হয়। পরে কারামুক্ত হওয়াতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষে থেকে তাদেরকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সোমবার ( ১ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় আশ্রাফ গ্রীন পার্কে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. আশ্রাফ আলী হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমাজ সেবিকা সুরাইয়া আক্তার চৌধুরী, জেলা বিএনপির সদস্য মাকসুদ আহমেদ বায়েজিদ ( পান্না ) প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।
এসময় আলতাফ হোসেন চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, সরকার ভুয়া নির্বাচন দিয়ে ক্ষমতায় এসেছে। এই ভুয়া সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে। সুষ্ঠু, সুন্দর ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে।
শেষে ইফতার ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।