
ডেস্ক রিপোর্ট: উচ্চামাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশিত হলো। আজ ০২ এপ্রিল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এই রুটিনটি প্রকাশিত হয়।
১১টি নির্দেশাবলি সংবলিত এই রুটিনে দেখা গেছে, আগমী ৩০ জুন (রবিবার) বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে। যা চলবে ১১ আগস্ট পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট শুরু হয়ে চলবে ২১ আগস্ট পর্যন্ত।
এইচএসসি পরীক্ষাগুলো দুপুর ২টায় শুরু হয়ে শেষ হবে বিকাল ৫টায়।