প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ৭:০০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২৪, ১:৩৫ পূর্বাহ্ণ
ঝিকরগাছায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা

যশোরের ঝিকরগাছার পল্লীতে পারিবারিক কলহের জেরে জহুরা খাতুন (৩৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে, সোমবার বিকেলে উপজেলা হাজিরবাগ ইউনিয়নের মহেশপাড়া গ্রামে।
নিহত জহুরা খাতুন ওই গ্রামের বাবুল হোসেনের স্ত্রী ও নির্বাসখোলা ইউনিয়নের আশিংড়ী গ্রামের ইসাহক দফাদারের মেয়ে।
জানাগেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত রোববার স্বামী-স্ত্রীর মধ্যে মনোমানিল্য হয়। তারই জের ধরে সোমবার (১ এপ্রিল-২০২৪) বিকাল ৩টার দিকে গৃহবধূ জহুরা খাতুন বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। জানতে পেরে তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু তার অবস্থা আশংখাজনক হওয়ার কর্তব্যরত চিকিৎসকরা তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেপার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়েছে।
তবে এরিপোট লেখা পর্যন্ত রাত ১১টা লাশ মর্গে রয়েছে বলে নিহতের স্বামী বাবুল হোসেন জানিয়েছেন। বিষপানে নিহতের ঘটনায় কোন অভিযোগ নেই বলে জহুরা খাতুনের ভাই আব্দুল লতিফ জানিয়েছেন।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.