প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ১১:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২৪, ১:৩২ পূর্বাহ্ণ
উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে মুজাহিদ রহমান (৩) নামে শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, সোমবার (১ এপ্রিল) বিকেলে পৌর শহরের পাটহাটি এলাকায়। মুজাহিদ ওই এলাকার নুর আলমের ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে সবার অজান্তে ওই শিশু খেলতে গিয়ে বাড়ির পিছনের পুকুরের পানিতে পড়ে যায়। শিশুটিকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখোঁজি শুরু করে। এক পর্যায়ে পুকুরে পানিতে ওই শিশুকে ভাসতে দেখা যায়। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ইউডি মামলা করে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.