
ডেস্ক রিপোর্ট: জয়পুরহাটের পাঁচবিবিতে তিনটি ওয়ান শুটারগানসহ কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারি ইলিয়াস আলীকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১ এপ্রিল) সকাল ১১টায় প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র্যাব-৫ সিপিসি-৩ কোম্পানি অধিনায়ক মেজর শেখ সাদিক। গ্রেপ্তার ইলিয়াস আলী পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর গ্রামের বাসিন্দা মৃত আছির উদ্দিনের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ এর দল গত ৩১ মার্চ রাত ১১টা ৪৫ মিনিটের দবকে জয়পুরহাটের পাঁচবিবি এলাকা থেকে তিনটি ওয়ান শুটারগানসহ কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারি মো. ইলিয়াস আলীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইলিয়াস একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি। সে সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে অস্ত্রের ভয় দেখিয়ে এলাকার সাধারণ জনগণকে জিম্মি করে রাখতেন, যেন কেউ তার সন্ত্রাসী কার্যক্রম ও মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণের ব্যাপারে মুখ খুলতে না পারে। এছাড়াও অবৈধ অস্ত্রের প্রভাব খাটিয়ে পাঁচবিবি এলাকায় বিভিন্ন মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন বলে জানা যায়।