
এইচ এম জুয়েল রানা স্টাফ রিপোর্টারঃ মণিরামপুরের টেকা নদীর মাটি কেটে বিক্রির অপরাধে দুই যুবককে ৭দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত দুই যুবক হলেন, উপজেলার পাঁচাকড়ি গ্রামের কালিদাস সরকারের ছেলে কমলেশ সরকার (২৬) ও যশোর সদর উপজেলার রামনগর গ্রামের মশিয়ার রহমানের ছেলে আবু আব্দুল্লাহ (২০)।
আদালত সূত্রে জানাযায়, নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি এলাকায় টেকা নদীতে এস্কেভেটর এর সাহায্যে মাটি কেটে ছোট ছোট লরীতে করে নেহালপুরসহ পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করছিলো। এ সকল বিষয় আমলে নিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী কমলেশ ও আব্দুল্লাহকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। আসামিরা অর্থদণ্ড দিতে ব্যর্থ হওয়ায় আদেশ মোতাবেক তাঁদেরকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে ।এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন নেহালপুর পুলিশ ক্যাম্পের একদল পুলিশ সদস্য।
সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলী হাসান বলেন, টেকা নদীর মাটি কেটে বিক্রির কাজের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেয়া হবে।