
জমাজমি নিয়ে পূর্বশত্রুতার জেরে শাহজাহানের বাড়িতে গিয়ে হুমকি ধমকির অভিযোগ উঠেছে পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বড়শিবা এলাকায় বহুল আলোচিত নূরু খান হত্যা মামলার প্রধান আসামী মন্নান ভূঁইয়া বাহিনীর বিরুদ্ধে।মামলা সূত্রে জানা জায়, চরকাজল ইউনিয়নের বড়শিবা ৭নম্বর ওয়ার্ডের মো. নূরুল ইসলাম এর ছেলে শাহজাহান (৫৪) প্রান্তিক কৃষক। তার রেকর্ডীয় সম্পত্তি একশনা লাগাতে বাধা প্রদান করেন বহুল আলোচিত নূরু খান হত্যা মামলার আসামী সন্ত্রাসী ভূইয়া বাহিনীর প্রধান, মন্নান ভূইয়া ও তার সাত ছেলে রনি ভূইয়া, চুন্নু ভূইয়া, মনির ভূইয়া, আহাত ভূঁইয়া, রাহাত ভূঁইয়া সহ আরো অনেকের বিরুদ্ধে।
তারা শাহজাহান এর আবাদী জমিতে দেশীয় ও বিদেশি অস্ত্র নিয়ে হুমকির মাধ্যমে চাঁদা দাবী করেন। ঘটনাটি ঘটে গত ৩১ মার্চ রোববার বিকাল ৩টা থেকে ৪ টার মধ্যে। রেকর্ডীয় সম্পত্তি জবরদস্তি করে জবরদখল করতে চায়।এছাড়াও তারা বাদীর কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন। টাকা দিতে অসীকৃতি জানালে হত্যার হুমকি ধমকি প্রদান করে। এ জন্য বাদি শাহজাহান নিজের পরিবারকে রক্ষয় আইনী সহযোগীতা পাওয়ার জন্য গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। থানায় সাধারণ ডায়েরী নম্বর ১১৭৩/২৪।এছাড়া ভূইয়া বাহিনীর বিরুদ্ধে গলাচিপা উপজেলা নির্বাহী আদালতে ২৩ মার্চ ১৪৪-১৪৫ ধারায় একটি এম, পি মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ১২৭/২৪ উপজেলা নির্বাহী আদালত। এবিষয়ে খবর নিয়ে জানা যায়, এক’ই এলাকার তাজেল মোল্লার ছেলে চাষি নূর আলম মোল্লা সহ আরো কয়েকজনের বন্দোবস্ত ৫৪ একর জমি জবরদখল করা সহ চাঁদা দাবি করেন ভূইয়া বাহিনী।এ বিষয়ে অভিযুক্ত আঃ মন্নান ভূইয়ার ছেলে মোঃ রনি ভূঁইয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তার সাথে কোন কথা বলা সম্ভব হয়নি। গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম খান বলেন ভূঁইয়া বাহিনীর বিরুদ্ধে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।