ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পিবিআইয়ের তিন পুলিশ সুপারকে রদবদল
পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় আনসার কমান্ডার নিহত
পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ের কচুয়া মধ্যপাড়া ইসলামীক সম্মেলন
মিরসরাইয়ে পাঁচ বছরেও উদঘাটন হয়নি গৃহবধূ মুন্নী হ*ত্যার রহস্য , ক্ষুদ্ধ ভুক্তভোগী পরিবার
প্রয়োজনীয় সংস্কার করে যথা সম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে :অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

তারুণ্যের ঈদ ভাবনা

ঘরের দুয়ারে করা নাড়ছে ঈদুল ফিতর। ঈদুল ফিতর মুসলমানদের প্রধান দুইটি ধর্মীয় উৎসবের মধ্যে একটি।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে মুসলমানরা উদযাপন করে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। দীর্ঘ সিয়াম সাধনার পর স্বাভাবিকভাবেই এই উৎসবে সবার আগ্রহ বেশি। আর যেহেতু এই ঈদুল ফিতর আমাদের প্রধান ধর্মীয় উৎসব, ঈদ নিয়ে তাই তারুণ্যের উৎসাহ-উদ্দীপনা, ভাবনাটাও একটু বেশি। তারুণ্যের সেই ভাবনাগুলোই তুলে ধরেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সকালের খবর ২৪ ডট কমের প্রতিনিধি মাহবুবুল ইসলাম মানিক।

সময়ের সাথে পাল্টায় ঈদ আনন্দ
মুসলমান সম্প্রদায়ের জন্য ঈদ উল ফিতর হলো সবচেয়ে বড় উৎসব।মূলত এই ঈদের আমেজ শুরু হয় এক মাস আগে থেকেই। তবে বর্তমান সময়ে আমার জন্য ঈদ খুলে দেয় স্মৃতির করিডোর। আমার কাছে ঈদের দিন মানেই শৈশবের স্মৃতিতে ফিরে যাওয়া।চাঁদ রাতে হাতে মেহেদি দেওয়া,সকাল বেলা আব্বার চেচামেচিতে ঘুম ভাঙা চটজলদি সেমাই খেয়েই নতুন জামা পরে বন্ধুদের সাথে দৌড়ঝাপ এই ছিলো আমার ঈদ।সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে আমরা বড় হয়েছি,স্বপ্নগুলো বড় হয়েছে। সেসব স্বপ্ন পূরণের জন্য আসতে হয়েছে বাসা থেকে দূরে। এখনকার ঈদ মানে কোলাহল মুক্ত একটা ঈদ।নেই শৈশবের খেলার সাথীরা নেই কোনো দৌড়ঝাপ। তবুও ঈদ মানেই আনন্দ,ঈদ মানেই খুশি।

উর্মি আদনান টুই
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ২০১৮-১৯ শিক্ষাবর্ষ।

ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে যাক
রমজান মাস মুসলমানদের ত্যাগ ও আত্মশুদ্ধির মাস। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর খুশির আমেজ নিয়ে আসে ঈদ। ঈদে সবাই সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করার জন্য ছুটে চলে দূরদূরান্ত থেকে শিখড়ের টানে নিজ এলাকায়। সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করার উপলব্ধি করা যায় ঈদুল ফিতরে।ঈদ মানেই আনন্দ তবে পরিবার, পরিজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী নিয়ে ঈদ উদযাপন করলে ঈদের উল্লাস আরো গাঢ় হয়ে ওঠে। এক মাস রোজা রাখার পর আসমানি তাগিদে নিজেকে বিলিয়ে দিতে যাকাত ও ফিতরার মতো গুরুত্বপূর্ণ বিষয় থাকে; ঠিক তেমনিভাবে গরিব, নিঃস্ব, ইয়াতিমদের হক আদায় করে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়া আমাদের সবার নৈতিক দায়িত্ব।

রাসেল হোসেন
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ,৩য় বর্ষ।

বজায় থাকুক ঈদ আনন্দ
ঈদ মানে খুশি, ঈদ মানেই আনন্দ। সে আনন্দ আরো শতগুণে বেড়ে যায় যখন ঈদ হয় পরিবারের সদস্যদের সাথে। এখনো ছোটবেলার মতো সকালে ঘুম থেকে উঠে আব্বু-আম্মুকে সালাম করে দাঁড়িয়ে থাকি সালামির জন্য, ভাইয়াদের সাথে ঈদের মাঠে যাই, ছোটদের সালামি দেই । ছোটবেলায় নতুন জামা, দু’হাত ভরা মেহেদী ছাড়া ঈদ সম্পূর্ণ হতো না কিন্তু এখন বড় হয়েছি অনূভুতি পরিবর্তন হয়েছে । এখন ঈদ মানে পরিবারের সাথে, ছোটবেলার বন্ধুদের সাথে সুন্দর কিছু মুহূর্ত ভাগাভাগি করা । বড় হয়ে যাচ্ছি কিন্তু এখনও ঈদকে হারিয়ে যাইতে দেইনি।

সানজিদা ইসলাম
ফিসারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ, ২০১৮-১৯ শিক্ষাবর্ষ।

পূর্ণতা পাক সবার ঈদ আনন্দ
দীর্ঘ একটা মাস রোজা থাকার পর আসে ঈদুল ফিতর। ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি।এই ঈদ আনন্দ মেখে নিতে আসে দূরদূরান্ত থেকে আত্মীয় স্বজন। সবাই গ্রামের বাড়িতে ফিরে আসে। কারণ গ্রামের বাড়িতে থাকে তার বাবা মা আত্মীয় স্বজন। আনন্দ তখনই পূর্ণতা পায় যখন পুরো একটা মাস রোজা রাখতে পারি এবং বাবা মা পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারি। যাদের বাবা মা নেই তারাই এই অপূর্ণতা বোঝে। যদিও আনন্দ সবার এক নয়, কিন্তু এই দুইটি জায়গায় সবাই আনন্দ পায়। আমাদের সবার ভাগ্যে যেনো এই ঈদ আনন্দ পূর্ণতা পায়। সেই কামনাই থাকবে।

মোঃ সায়েম উদ্দিন মুসা
সিএসই বিভাগ,৩য় বর্ষ।

ঈদের খুশি হোক সার্বজনীন ঈদ মুসলিম জাতির প্রধানতম ধর্মীয় উৎসব। কেননা, মুসলমানদের জীবনে সবচেয়ে বড় উৎসবের দিন হচ্ছে ঈদের দিন। ঈদ হলো আনন্দকে ভাগাভাগি করার একটি বড় অবকাশের আটপ্রহর। এদিনে সবাই ভেদাভেদ ভুলে সৌহার্দ, ভ্রাতৃত্ব ও সাম্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। সকল ব্যস্ততা উপেক্ষা করে আমরা ফিরে আসি পরিবারের কাছে। পরিবারকে কাছে পাওয়া, তাদের ভালোবাসা, পুরোনো বন্ধুদের সাথে দেখা হওয়া, সব যেন স্বপ্নের মতো সুন্দর। শুরু হয় বাধ ভাঙ্গা উৎসব। মায়ের ভালোবাসা, বাবার স্নেহ থেকে দূরে থাকা প্রত্যেক সন্তানের মনে এই আনন্দ ছড়িয়ে পড়ুক।

ফাইজা রহমান মিম
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,২য় বর্ষ।

শেয়ার করুনঃ