
পটুয়াখালীর ভুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন পত্র বাছাই সম্পন্ন হয়েছে। ১ এপ্রিল সোমবার সকাল ১০টা থেকে বেলা ১২ টার মধ্যে কমলাপুর ও ভুরিয়া ইউনিয়নের ৭৯ জন প্রার্থীদের মনোনয়ন পত্র বাছাই করা হয়।উক্ত প্রার্থীদের মনোনয়ন পত্র বাছাই কালে ভুরিয়া ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের ২ জন ও সাধারণ আসনের২ জন ইউপি সদস্য প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়। এসময় উপস্থিত ছিলেন, পটুুয়াখালী জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান ও মোঃমিজানুর রহমান খান নির্বাচন অফিসার পটুয়াখালী সদর, পটুয়াখালী এবং রির্টানিং অফিসার কমলাপুর ও ভুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২৪।