ঢাকা, সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
লাকসামে সিএনজি ষ্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পূর্ণ
তানোরে সাবেক মেয়র মিজানে’র বিরুদ্ধে মিথ্যা-ষড়যন্ত্র হত্যা মামলার প্রতিবাদ সমাবেশ
ঝিকরগাছায় ২ আ’লীগ নেতা গ্রেফতার
নওগাঁয় নিখোঁজের একদিন পর ধান ক্ষেত থেকে লাশ উদ্ধারঞ
নওগাঁর রাণীনগর উপজেলা আ”লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার
হাতিয়ায় স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সেক্রেটারি এখন জিয়া মঞ্চের সভাপতি
অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন কর্নেল তানভির হোসেন
অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না এফবিসিসিআইয়ের সদস্য ইব্রাহীম খাঁন
পল্লবীতে হুন্ডি ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে আলোচনায় শামীম সেনা
দেশজুড়ে পুলিশের অভিযান:অস্ত্রসহ গ্রেফতার ১৫৩৪
৭৫ টাকায় গ্যাস আমদানি করে ১২-১৭ টাকায় বিক্রি, জ্বালানি খাতের টেকসই সমাধান নয়: জালাল আহমেদ
মিরসরাইয়ে অনির্বাণ যুব ক্লাবের কমিটি গঠন, সভাপতি সরোয়ার; সম্পাদক আনোয়ার
চীনের অর্থায়নে মেডিকেল কলেজ ও হাসপাতালটি বোদায় স্থাপনের দাবিতে মানববন্ধন
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার, সংস্কার ও স্থানীয় নির্বাচন করতে হবে :ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
ফুলবাড়ীতে মহিলা সমবায় সমিতি লিমিটেডের কমিটি গঠন

কুড়িগ্রামে নদীতে ফেলে নবজাতক সন্তানকে হত্যা;ঘাতক পিতা গ্রেফতার

তিস্তা নদীতে ফেলে নবজাতক পুত্র সন্তানকে হত্যা; ঘাতক পিতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ( ৩০ অক্টোবর ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মো.রুহুল আমীন।

তিনি জানান, ভূরুঙ্গামারী থানাধীন আন্ধারীঝার ইউপির রাবাইটারী এলাকায় বসবাসরত ভিকটিম নবজাতকের মা মোছা. ছামিরন বেগম(২৪) এর সাথে নাগেশ্বরীর গোপালপুর এলাকার মো. লাল মিয়া (২৮) এর গত ৩ বছর পূর্বে প্রেম ভালোবাসা করে বিবাহ হয়। অভিযুক্তের পরিবার উক্ত বিবাহ মেনে না নেওয়ায় তারা স্বামী-স্ত্রী নাগেশ্বরী থানাধীন রায়গঞ্জ তেতুলতলা নামক স্থানে একটি বাসা ভাড়া নিয়ে গত ৩ মাস আগে থেকে বসবাস করে আসছিলো। গত ( ২২ অক্টোবর) তারিখ ছামিরন তার বাবার বাড়িতে একটি ফুটফুটে ছেলে সন্তান প্রসব করেন। জন্মের পর হতে তার স্বামী উক্ত সন্তানের পিতৃত্ব অস্বীকার করতে থাকে। এমতাবস্থায় ছামিরন প্রতিবাদ করিলে গত (২৭ অক্টোবর ) বিকালে স্বামী লাল মিয়া পূর্ব পরিকল্পিতভাবে নবজাতকের ডিএনএ পরীক্ষার মিথ্যা আশ্বাস দিয়ে মোটরসাইকেলযোগে রংপুর এর উদ্দেশ্যে রওনা করে। একই তারিখ সন্ধ্যা আনুমানিক ০৬.০০ ঘটিকার সময় তিস্তা ব্রিজের মাঝখানে স্বামী লাল মিয়া মোটরসাইকেল থামিয়ে নবজাতককে তার মায়ের বুকের দুধ খাওয়ানোর কথা বলে বিরতি নেয়। দুধ খাওয়ানোর এক পর্যায়ে ছামিরন বুঝে ওঠার আগেই তার স্বামী লাল মিয়া আকস্মিকভাবে নবজাতককে তার কোল হতে জোর পূর্বক ছিনিয়ে নিয়ে হত্যার উদ্দেশ্যে ব্রিজের উপর থেকে তিস্তা নদীতে ফেলে দিয়ে সে দ্রুত মোটরসাইকেলযোগে রংপুরের দিকে পালিয়ে যায়। তখন ছামিরন আর্তনাদ ও কান্নাকাটি করলে সমবেত পথচারীদের সে ঘটনাটি জানান। উপস্থিত লোকজন কাউনিয়া ফায়ায় সার্ভিসকে ফোন দিলে কাউনিয়া হইতে ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ নবজাতকে খোঁজাখুজি করেও কোনো সন্ধান পায় না। পরবর্তীতে ছামিরন হতাশাগ্রস্থ মনে বাড়ি ফেরার পথে তার খুনী স্বামীকে পুলিশে ধরিয়ে দিয়ে ন্যায্য বিচার পেতে সে মোবাইলে অভয় দিয়ে সুকৌশলে তার স্বামীকে তার নিকট আসতে বলেন। এরই ধারাবাহিকতায় গত (২৮ অক্টোবর ) রাত সাড়ে ১০ টায় ঘাতক লাল মিয়া ছামিরনের নিকট আসলে ছামিরন সুকৌশলে তাকে সঙ্গে নিয়ে কচাকাটা থানধীন বলদিয়া ইউনিয়নের অন্তর্গত শাহিবাজার গ্রামে তার ভাইয়ের শ্বশুর মো. আব্দুল কুদ্দুস এর বাড়িতে নিয়ে গিয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল করে কচাকাটা থানা পুলিশকে সংবাদ প্রদান করেন। কচাকাটা থানা পুলিশ সংবাদ পাওয়া মাত্র তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়ে ঘাতক স্বামীকে গ্রেফতার করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাল মিয়া উক্ত ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করেন এবং ঘটনার সত্যতা স্বীকার করে। উক্ত ঘটনায় একটি নিয়মিত হত্যা মামলা রুজু হয় এবং আসামীকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে সমস্ত ঘটনা বর্ণনা ও সত্যতা স্বীকার পূর্বক বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নিকট স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।

তিনি আরও জানান, পিতা কর্তৃক নিজ নবজাতক পুত্র সন্তানকে হত্যা এটি একটি হৃদয় বিদারক ঘটনা। এই বিষয়ে নাগেশ্বরী থানায় রোববার ( ২৯ অক্টোবর ) একটি হত্যা মামলা রুজু করা হয়েছে এবং ঘাতক পিতা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। নিরাপদ কুড়িগ্রামের লক্ষ্যে আমাদের অভিযান অব্যহত রয়েছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।

টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ