
নওগাঁর আত্রাইয়ে জমে উঠেছে ঈদের বাজার গুলো। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল ফিতর, আর এই ঈদকে সামনে রেখে বাহারি ডিজাইনের পোশাকে সাজানো হয়েছে আত্রাইয়ের গার্মেন্টস গুলেতে। গার্মেন্টস গুলোতে ক্রমেই বাড়ছে ক্রেতা সমাগম। বিক্রেতারা বলছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতেও বেচাবিক্রি ভালো। ক্রেতারা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবছর পোশাকের দাম অনেকটাই বেশি। তারপরও পরিবারের সংগে ঈদ আনন্দের কথা ভেবে কিনা কাটা করতে হচ্ছে। অন্যদিকে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে পুলিশ প্রশাসন।
পবিত্র ঈদকে সামনে রেখে পাঞ্জাবি, শার্ট-প্যান্ট, থ্রি পিস, শাড়িসহ বাচ্চাদের নতুন সব জামা কাপড় দিয়ে দোকান সাজিয়েছেন ব্যবসায়ীরা। যদিও গত বছরের তুলনায় এ বছর দামবৃদ্ধি থাকলেও বেচাবিক্রি ভালো হচ্ছে বলে জানান ব্যাবসায়ীরা। আত্রাইয়ের বান্দাইখাড়া বাজারের মসজিদ মার্কেটের দোকান ব্যাবসায়ী মোহাম্মদ আজম সরকার ও মোঃ জেমস বলেন, আমাদের এখানে পোশাকের দাম কম হওয়ায় নিম্ন ও মধ্যবিত্তরা আসে আমাদের দোকানে। কোনো কোনো ক্রেতা আসছেন পছন্দ করছেন ও কিনে নিচ্ছেন পছন্দমত পোশাক গুলো। যদিও এবারে গতবছরের তুলনায় দাম কিছুটা বেশি হলেও। ক্রেতারা পোশাকের দাম শুনে বিরক্ত হয়ে অনেকে চলে যাচ্ছেন।আশা করা যাচ্ছে আগামী ২-৩ দিনের মধ্যে পুরোদমে ঈদের কেনাকাটা আরও জমে উঠবে বলে ধারণা করা যাচ্ছে। মসজিদ মার্কেটে আসা ক্রেতা দেলোয়ারা বিবি বলেন, ঈদের ২-৩ দিন আগে মার্কেটে প্রচুর ভিড় হয়। তাই আমরা একটু আগেভাগে চলে এসেছি মার্কেটে, পছন্দো মতো পোশাক কিনেছি,ও আরও কিনব। তবে এবারে দামটা খুব বেশি মনে হচ্ছে। দাম বেশি হবার কারণে মার্কেটে সময় বেশি দিতে হচ্ছে আমাদের।