
জেলার রায়পুর প্রেস ক্লাবের সদস্য ওমর ফারুক এর আয়োজনে প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি সহ সকল সদস্যের উপস্থিতিতে এই নিয়ে ৩য় বার ইফতার ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে। রোববার (৩১ মার্চ) রায়পুর প্রেস ক্লাব কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ঢালীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম আর সুমনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (রায়পুর-রামগঞ্জ সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার এবং পৌর মেয়র রুবেল ভাট।
ইফতার অনুষ্ঠান শেষে রায়পুর পৌরসভার সুযোগ্য মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে জনগণের সেবায় যেসকল উন্নয়ন কাজ করেছেন তার একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরে রায়পুর জনগণের সেবায় নিজেকে অটল রাখার ধীর প্রতিজ্ঞা করেন। এসময়ে তিনি আরও বলেন, আমি যদি কোন অন্যায় করি তবে জাতির বিবেক সাংবাদিকরা আমার সে অন্যায়ের প্রতিবাদ করে আমাকে আমার দোষত্রুটি দেখিয়ে দিলে আমি নিজেকে শুধরে নিতে পারবো। রায়পুর প্রেস ক্লাবের সাংবাদিকরা শুরু থেকে আমাকে সহযোগিতা করছেন, আমিও সুখ -দুঃখ যেকোনো প্রয়োজনে সাংবাদিকদের পাশে থাকব।
অতিথির বক্তব্যে এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। আমরা আইন শৃঙ্খলা নিয়োজিত আছি। সাংবাদিকরা আমাদের বন্ধু। আমাদের কাজ একই বৃত্তের দুটি অংশের মতো। আমরা একে অপরের পরিপূরক।
এসময়ে সাধারণ সম্পাদকের বক্তব্য এম আর সুমন বলেন, ” রায়পুর প্রেস ক্লাব সম্পূর্ণ রাজনীতি মুক্ত, এখানে যে কেউ চাইলেই হুট করে সদস্য হতে পারে না। এখানে সদস্য হতে হলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে সাংবাদিকতা পেশার সঙ্গে লেগে থাকতে হয়। সুশিক্ষিত এবং যোগ্যতা সম্পন্ন সাংবাদিকরাই প্রেস ক্লাবের গর্বিত সদস্য। তিনি আরও বলেন, আজকের এই ইফতার আমাদের সহকর্মী ওমর ফারুক এর আয়োজনে করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আনোয়ার হোসেন ঢালী বলেন, তরুণ ও প্রবীণদের সমন্বয়ে আজকের এই অনুষ্ঠান।