
পঞ্চগড়ে শহরে প্রবেশের দ্বাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে অটোরিকশা চালকরা। রবিবার (৩১- মার্চ) সকাল এগারোটার দিকে পঞ্চগড় পৌরসভার সামনে তারা এই সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত করে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী আসন্ন ঈদ’ কে কেন্দ্র করে শহরে যানজট নিরসনে অটোরিকশা, সিএনজি শহরে প্রবেশ নিষিদ্ধ করা হয়। গত কয়েকদিন ধরে অটোরিকশা প্রবেশ বন্ধ থাকার পর আজকে অটোরিকশা চালকরা পঞ্চগড় পৌরসভার সামনে প্রধান সড়কের উপর অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এতে একমাত্র হাইওয়ে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, তারা যেখানে অবস্থান নিয়েছে তার দুই পাশে দীর্ঘ সময় ধরে যানজট সৃষ্টি হয়েছে। তিন ঘন্টার বেশি সময় ধরে এই যানজট ছিল।
এ বিষয়ে অটোরিকশা, সিএনজি শ্রমিক সংগঠনের সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম বলেন, ছোট অটোরিকশা, চার্জার ভ্যান এগুলো শহরে চলছে। কিন্তু আমাদের শহরে ঢুকতে দিচ্ছে না। এতে আমরা শহরের বাইরে বিভিন্ন এলাকা থেকে যাত্রী নিয়ে এসে শহরে ঢোকার আগেই নামিয়ে দিতে হয়। ফলে যাত্রীদের পুনরায় মিনি অটো বা চার্জার ভ্যানে উঠে শহরে ঢুকতে হয়।
যে কারণে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ও সময় নষ্ট হয়। আবার অনেক সময় সাধারণ যাত্রীরা আমাদের গাড়িতে না উঠে মিনি অটো বা চার্জার ভ্যানে উঠে। এতে আমরা যাত্রী ঠিকমতো পাই না। সামনে ঈদ। আমাদের পরিবার আছে। আমরা কথায় যাবো।
পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালকদের উদ্দেশ্যে বলেন, আপনারা শহরে ঢুকবেন তবে কথাও দাড়িয়ে যাত্রী তুলবেন না। পরে তারা সড়ক ছেড়ে দিলে কিছুক্ষণ পর যান চলাচল স্বাভাবিক হয়।