
কুড়িগ্রামের উলিপুরে রামাদান ফুড প্রোগ্রাম এর আওতায় ইসলামীক এইড বাংলাদেশ (সাওয়াব) এর সহযোগীতায় পবিত্র রমজান মাসে রোজাদারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) উপজেলার থেতরাই ইউনিয়নের কিশোরপুর স্কুল মাঠে ৩৫০ জন দরিদ্র রোজাদারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক শাহ আজিজুর রহমান তরুণের সঞ্চালনায় সাওয়াব এর প্রোগ্রাম ম্যানেজার লোকমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাওয়াব এর পরিচালক অপারেশন আফতাবুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবক প্রধান শিক্ষক গোলাম হোসেন, থেতরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মহিউদ্দীন, সমাজ সেবক ও বিশিস্ট ব্যবসায়ী মিজানুর হাসান শামু ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নিমাই সিংহ সহ আরো অনেকে।