
বরগুনার আমতলীতে আবহাওয়া অনুকূল থাকায় বরগুনা তরমুজের বাম্পার ফলন হয়েছে। বেশি দামে তরমুজ বিক্রি করতে পেরে
খুশি কৃষকরা।উৎপাদন খরচ বাদ দিয়ে লাভবান হবেন বলে জানান কৃষকরা।আমতলী উপজেলা কৃষি অফিসের দেয়া তথ্যে এ জানা যায়, আমতলী উপজেলায় প্রায় ৫ হাজার হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। হলদিয়া ইউনিয়নের টেপুরা গ্রামের রুহুল আমিন বলেন, কয়েক বছর ধরে তরমুজ চাষ করছি। আল্লাহর রহমতে
ফলনও ভালো হয়েছে। গত বছর তরমুজ চাষ করে লোকসানে পড়তে হয়েছিল। এ বছর ৫ একর জমিতে তরমুজের আবাদ করেছি। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন হয়েছে। এ বছর বেশ লাভ হবে। সার, কীটনাশকের দাম বেশি হওয়ায় খরচ একটু বেশি হয়েছে।
হলদিয়া ইউনিয়নের পূর্বচিলা ঘুঘুমারি গ্রামে তরমুজ চাষ করেছেন
পাশাববর্তী ধানখালী ইউনিয়নের শাহাবুদ্দিন হাওলাদার তিনি জানান, প্রায় ৩৩ একর জমিতে তরমুজের চাষ করেছেন। গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের কৃষক জব্বার মিয়া বলেন, তরমুজ আবাদ করে গত বছর লোকসান হলেও এবার লাভ হবে।চাওড়া ইউনিয়নের পাতাকাট গ্রামের কৃষক রেজাউল করিম বলেন, গত বছর তরমুজ চাষ করে লোকসান গুনতে হয়েছে। এ বছর তরমুজের ভাল ফলন হয়েছে। নিম্ন আয়ের মানুষের জন্য তরমুজ কেনা অসম্ভব হয়ে উঠেছে। হোসেন মিয়া
নামে এক ক্রেতা বলেন, রোজার সময় তরমুজের চাহিদা ভাল । তরমুজের যে দাম তাতে কিনে খাওয়া কোনোভাবেই সম্ভব নয়।দাম কমলে পরিবারের সবাইকে নিয়ে খাব। আড়তদার ফরিদ মিয়া বলেন, কৃষকদের কাছ থেকেও কিনতে হচ্ছে বেশি দামে। কাজেই কম দামে তরমুজ করবো কিভাবে।আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. ঈসা বলেন, কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে যোগাযোগ রাখেন। কৃষকদের বিভিন্ন সহায়তা করা হয় বলে জানান ।