ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ডা. শহিদুল আলমের মতবিনিময়
পঞ্চগড় সড়কে বিআরটিএ ও যৌথবাহিনীর অভিযান

ঘোড়াঘাটে ব্যস্ত আ’লীগ সুযোগের অপেক্ষায় বিএনপি

দ্বাদশ জাতীয় সংসদ র্নিবাচনের রেশ কাটতে না কাটতে উপজেলা পরিষদ র্নিবাচনের ঘোষণায় সরব হয়ে উঠেছেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সম্ভাব্য র্প্রাথীরা।ষষ্ঠ উপজেলা পরিষদ র্নিবাচনে প্রথম ধাপে আগামী ৮ মে ১৫২ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঘোড়াঘাট উপজেলা একটি। উপজেলা পরিষদ
র্নিবাচনকে ঘিরে সবচেয়ে বেশি সরব ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সম্ভাব্য র্প্রাথীরা। যদিও এবারের উপজেলা র্নিবাচন দলীয় প্রতীকে হবে না, তারপরও নেতাদের সর্মথন পেতে দৌঁড়-ঝাঁপ করছেন অনেকেই। প্রচার-প্রচারণাও শুরুকরেছেন। ফলে সরগরম হয়ে উঠেছে উপজেলার পৌরশহরসহ গ্রাম-গঞ্জ, হাট-বাজার
র্সবত্র। র্নিবাচনে র্বতমান উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগের একাধিক মনোনয়ন প্রত্যাশীর নাম শোনা যাচ্ছে।বিএনপি উপজেলা পরিষদ র্নিবাচনে অংশগ্রহণ করবে কি না নিশ্চিত না হলেও দলটির নেতারা মাঠ র্পযবেক্ষণ করছেন বলে জানা গেছে।পরিস্থিতি বুঝে তারা ব্যবস্থা নেবেন। তবে উপজেলা র্নিবাচন নিয়ে জাতীয় র্পাটির নেতাদের মধ্যে আগ্রহ চোখে পড়ার মতো। তারা আগাম প্রচার-প্রচারণায় নেমেছেন। র্বতমানে সম্ভাব্য ৫ উপজেলা পরিষদ চেয়ারম্যান র্প্রাথীর মধ্যে তিনজনই আওয়ামী লীগের, বিএনপির
একজন এবং অপরজন জাতীয় র্পাটির। ভাইস চেয়ারম্যান পদে ১২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জনের নাম শুনা যাচ্ছে। অনেকের মতে উপজেলা পরিষদ র্নিবাচনে দলীয় বাধা-নিষেধ না থাকায় এতে দলীয় কোন্দল বাড়বে। ভোটের সময়দলের নেতার্কমীর মধ্যেই মনোমালিন্য সৃষ্টি হবে।
এদিকে আওয়ামী লীগের তিন র্প্রাথী হচ্ছেন, র্বতমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি আব্দুর রাফে খদকার শাহানসা, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী এবং সাবেক জেলা পরিষদরের সদস্য এডভোকেট রবিউল ইসলাম দু’জনই উপজেলা আওয়ামিলীগের সদস্য,বিএনপি থেকে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ শামীম হাসেন চৌধুরী এবং উপজেলা জাতীয় র্পাটির সভাপতি আরিফুজ্জামান রানা।আওয়ামী লীগ অনেক বড় দল। তাই সেখানে একাধিক র্প্রাথী থাকাটাই স্বাভাবিক বলে মনে করছেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক আলতাফুজ্জামান মিতা। তিনি বলেন, উপজেলা পরিষদ র্নিবাচনে এবার দলীয় প্রতীক নেই। তাই র্প্রাথী হতে কাউকে নিষেধ করা হবে না এবং কারও পক্ষ নেবার সুযোগ নেই। ভোটাররা যোগ্য র্প্রাথীকেই র্নিবাচিত করবেন। উপজেলা বিএনপির সভাপতি শাহ মোঃ শামীম হাসেন চৌধুরী বলেন, এই র্নিবাচনে এখন র্পযন্ত নিজেদের দলীয় কোনো র্প্রাথী থাকার সম্ভাবনা নেই। তাই স্বতন্ত্র র্প্রাথী হওয়ার সিন্ধান্ত নিয়েছি। তারপরও দলের হয়ে একটি উপজেলার প্রতিনিধিত্ব করছি। দলীয় সিদ্ধান্তের বাইরে যাবোনা। দল যদি না চায় তবে র্প্রাথী হবোনাশকিংবা দলের কেউ এই উপজেলা পরিষদ র্নিবাচনে র্প্রাথী হবে না বলে জানিয়েছেন।এদিকে উপজেলার ১ টি পৌরসভা ও চারটি ইউনিয়নের হাটবাজার এবং গ্রামে গ্রামে প্রচারণা চালিয়ে যাচ্ছেন সম্ভাব্য র্প্রাথীরা। অনেকেই নিজ এলাকা ছাড়াও অন্য এলাকার মসজিদে নামাজ আদায় এবং অন্যান্য র্ধমের
আচার-অনুষ্ঠান গিয়ে দোয়া চেয়েছেন। তাই আস্তে আস্তে র্প্রাথীদের পদচারণায় এখন মুখর হয়ে উঠেছে র্নিবাচনী এলাকার মাঠঘাট।

শেয়ার করুনঃ