
রাজশাহীর তানোরে জামায়াত বিএনপির ৪৭ নেতা-কর্মির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আড়াইশ’ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে পুলিশের দায়ের করা মামলা ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন রাতৈল গ্রামের মৃত কোব্বাস মন্ডলের পুত্র তাহাসেন আলী (৬৫), কামারগাঁ উত্তরপাড়া গ্রামের মৃত মুনছুর রহমানের পুত্র শাহিনুর ইসলাম ফেন্সি (৪২), একই গ্রামের মৃত সমশের আলীর পুত্র সাইদুর রহমান (৫০), কামারগাঁ মাষ্টার পাড়া গ্রামের এনামুল হকের পুত্র একরামুল হক গামু (৩৮)।
বেলঘরিয়া গ্রামের জোফুর খানের পুত্র ইমরান খান কটা (৫৩), একই গ্রামের মৃত মনির উদ্দিন শেখের পুত্র ফারুক শেখ (৫১), রাতৈল গ্রামের মৃত কুব্বাস সরদারের পুত্র গোলাম রাব্বানী (৪২), কামারগাঁ সরদারপাড়া গ্রামের মৃত নুরুন নবীর পুত্র শাহিনুর নবী (ডায়মন্ড) (৪৮),
মুন্ডমালা পৌর এলাকার সাদিপুর নতুনপাড়া মহল্লার আনেছুর রহমানের পুত্র
আবু সাঈদ (২০), একই পৌর এলাকার ময়েনপুর আঠারোকুড়া মহল্লার মৃত সাইদুর রহমানের পুত্র জারজিস আলী (৬৩) এবং গোদাগাড়ী উপজেলার জোতগোপাল গ্রামের আব্দুর রহমানের পুত্র সাফিউল ইসলাম (২১)।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, তানোর থানার এস আই সেকেন্দার আলী বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে অর্ন্তর্ঘাত মূলক কর্মকাণ্ডের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের কার্যক্ষমতা ও কার্যকরিতা ব্যহত এবং ক্ষতি সাধনের পরিকল্পনা ও ষড়যন্ত্র করার অভিযোগে ৪৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আড়াইশ’ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
তিনি বলেন, শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১জনকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।