
পবিত্র ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে সক্রিয় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ২ জন দলনেতাসহ মোট ৮ জন সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। গাজীপুরের টঙ্গীপূর্ব থানাধীন টঙ্গী রেলস্টেশন রোড এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
রবিবার (৩১মার্চ) সকালে র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো.মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত দল নেতা, মো. ওয়াসিম (২৫), মো. আল আমিন (৩২)।
ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্যরা হলো, মো. রাজু মিয়া (২১), মো. আসাদুজ্জামান ওরফে তমাল (২২), মো. ফরিদ (২৬), মো. সাগর হোসেন (২৬), আব্দুল মজিদ ওরফে মুন্না (৩২), মো. রাসেল (৩০)।
এসময় ছিনতাইকারীদের নিকট হতে ৮ টি ছুরি ৯ টি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
মাহফুজুর রহমান বলেন, আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ছিনতাইকারী, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও কিশোর গ্যাং চক্রের তৎপরতা বেড়েছে। ছিনতাইকারী চক্রের সদস্যরা নিরীহ মানুষকে অস্ত্রাঘাত করে, প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে জন জীবন অতিষ্ঠ করে তুলছে। গত ২৬ শে মার্চ টঙ্গীতে র্যাবের কন্ট্রোল রুম স্থাপন করার পর থেকে ছিনতাই বিষয়ক প্রচুর অভিযোগ র্যাব-১ এর কাছে আসে। এ প্রেক্ষিতে ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র্যাব-১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই এর সাথে জড়িত সংঘবদ্ধ চক্রকে সনাক্ত করতে সক্ষম হয়।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার রাতে র্যাব-১ এর আভিযানিক দল গাজীপুরের টঙ্গীপূর্ব থানাধীন টঙ্গী রেলস্টেশন রোড এলাকা হতে ছিনতাইকারী চক্রের ২জন দল নেতাসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
ডিআই/এসকে