ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬
আমতলীতে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুই
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নোয়াখালীর আহবায়ক রনি,সচিব দ্বীপ
নওগাঁতে আলোকিত পত্রিকা’র প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত
নিশ্ছিদ্র নিরাপত্তায় লাঙ্গলবন্দ স্নানোৎসব:আনসার বাহিনীর ব্যাপক তৎপরতা
জেলে থাকা আ’লীগ নেতাকর্মীদের নামে ঈদ বোনাস পাঠালেন সাবেক এমপি তুহিন
কালীগঞ্জে এতিম মেয়ের বিয়েতে একতা যুব সমাজকল্যাণ সংস্থার অর্থ সহায়তা
অসুস্থ সন্তানকে বাচাঁতে স্বামীর অবহেলা:বিচারের আশায় আইনের দ্বারস্থ কলাপাড়ার’ রীনা’

সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সহযোগীতায় অসুস্থ বৃদ্ধ আশ্রয় পেলেন ‘বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমে’

গত বেশ কয়েকদিন ধরে নগরীর চকবাজারস্থ বাদুরতলা মুন্সীপুকুর পাড় এলাকায় রাস্তার ধারে পড়ে থাকা একজন অজ্ঞাত ও অসুস্থ বৃদ্ধের ছবি বিভিন্ন সোশাল মিডিয়া ও ফেসবুকে ভাইরাল হয়।বিষয়টি গতকাল ২৯ই মার্চ ২০২৪ ইংরেজি রোজ শুক্রবার সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় টিমের স্বেচ্ছাসেবকদের নজরে আসলে,তৎক্ষনাৎ চট্টগ্রাম বিভাগীয় টিমের স্বেচ্ছাসেবকরা উক্ত বৃদ্ধ লোকটির ছবি সংগ্রহ করে উনার পরিচয় খোঁজ করার চেষ্টা করে।কোন সন্ধ্যান না পেয়ে পরবর্তীতে প্রকৃতির অপরুপ সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য চট্টগ্রাম রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের যৌথখামার এলাকার সনাতন ঋষি অনাথ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ সনাতন ঋষি মহারাজের সাথে মুটোফোনে কথা হয়,রাস্তার পাশে পড়ে থাকা বৃদ্ধ লোকটির সম্বন্ধে সন্ধান দিতে চাইলে,নাম শুনে আমাদের সাথে যোগাযোগ করেন এবং বৃদ্ধ লোকটির পরিচয় আমাদের অবগত করেন।
সনাতন ঋষি মহারাজের তথ্যমতে,”এই বৃদ্ধ লোকটির নাম গৌরপদ চক্রবর্ত্তী।লোকটি বিগত ২বছর ধরেই সনাতন ঋষি মহারাজ কর্তৃক পরিচালিত সনাতন ঋষি আশ্রমের বৃদ্ধাশ্রমে থাকতেন।সনাতন ঋষি গৌরপদ চক্রবর্ত্তীর যাবতীয় ভরণপোষণের ব্যবস্থা করে আসছিলেন।গত ৩মাস আগে গৌরপদ চক্রবর্ত্তীর পরিবার উনাকে আশ্রম থেকে উনার বাসায় নিয়ে আসেন।এরপর থেকে গৌরপদ চক্রবর্ত্তী উনার যোগাযোগের বাইরে ছিলেন।”
সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় টিম প্রধান সবুজ দাশগুপ্ত যখন গৌরপদ চক্রবর্ত্তীর বর্তমান করুন পরিস্থিতি সম্পর্কে সনাতন ঋষি আশ্রমের মহারাজকে জানান,তখন মহারাজ মানবিক দিক বিবেচনা করে গৌরপদ চক্রবর্ত্তীকে পুনরায় উনার আশ্রমের নিয়ে যেতে বলেন।এবং সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন পরিবারকে আশ্বত করেন,গৌরপদ চক্রবর্ত্তীর যাবতীয় ভরনপোষণ উনি এবং আশ্রম কর্তৃপক্ষ বহন করবে।
তারই পরিপ্রেক্ষিতে,৩০ই মার্চ রোজ শনিবার ২০২৪ ইংরেজি সকাল ১০ঘটিকায়,সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন,চট্টগ্রাম বিভাগীয় টিম লিডার সবুজ দাশগুপ্ত শুভ’র নেতৃত্বে একটা স্বেচ্ছাসেবক টিম নগরীর বাদুরতলা হতে রাস্তার ধারে পড়ে থাকা গৌরপদ চক্রবর্ত্তীকে উদ্ধার করেন। এবং উনার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।এরপর গৌরপদ চক্রবর্ত্তীকে সনাতন ঋষি আশ্রমে নিয়ে আসেন।
সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন,চট্টগ্রাম বিভাগীয় টিমের পক্ষ থেকে সনাতন ঋষি এবং সনাতন ঋষি আশ্রম কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান,এবং গৌরপদ চক্রবর্ত্তীর যথাযথ সুবিধাসহ থাকার ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ করা হয়।
উক্ত এই মানবিক কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় টিমের উপ-টিমের প্রধান প্রভাত মজুমদার।সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকবৃন্দ,সাংবাদিকবৃন্দ -বিশিষ্ট গীতা পাঠক জগদীশ দেবনাথ পূজন, সুমন কান্তি দে,রনি কুমার লৌধ, তূর্য রুদ্র,জনি দাশ,অর্ণব রয়, অনিক দেব নাথ প্রমুখ।

শেয়ার করুনঃ