
হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন এলাকায় একই সঙ্গে মা ও মেয়েকে গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত ধর্ষক সালাউদ্দিন (২৪)‘কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার ( ৩১ মার্চ) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ভুইগড় এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। একই সাথে চলমান অভিযানের মাধ্যমে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন ইপিজেড এলাকা হতে ১১ টি মামলার ওয়ারেন্টভুক্ত কুখ্যাত পলাতক ডাকাত সর্দার সাইদুর রহমান মানিক (৩৫) কে গ্রেফতার করা হয়।
রবিবার (৩১ মার্চ) সকালে র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এইসব তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে আজ রবিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১১ টায় রাজধানীর টিকাটুলিতে র্যাব-৩ এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
ডিআই/এসকে