
নেত্রকোনার মদনে মদন থানার উদ্যোগে ওপেন হাউজ- ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার ফতেপুর ইউনিয়নে হাসনপুর বাজারে এ ওপেন হাউজ- ডে অনুষ্ঠিত হয়। মদন থানর ওসি উজ্জ্বল কান্তি সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুড়ি সার্কেল রবিউল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা.চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মমতাজ হোসেন চৌধুরী, ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার সফি, সাবেক চেয়ারম্যান দেওয়ান মসরুর ইয়ার চৌধুরী, আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সবল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম প্রমূখ। এ ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।