
রূপসায় আগামী ২৭ চৈত্র ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ কালীবাড়ি মন্দিরের পুনঃ প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে রূপসা উপজেলার বিভিন্ন গ্রামের সনাতন ধর্মীয় প্রতিনিধি বৃন্দের সাথে মন্দির কমিটির মতবিনিময় সভা ৩০ মার্চ সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী। সভায় সভাপতিত্ব করেন মানসা কালীবাড়ি মন্দির কমিটির সাধারন সম্পাদক, সমাজসেবক বাবলু কুমার আঁশ।
মন্দির কমিটির সাধারন সম্পাদক বিশ্বজিত কুন্ডুর পরিচালনায় বক্তৃতা করেন ঘাটভোগ ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক চঞ্চল অধিকারী,
সাবেক চেয়ারম্যান সাধন কুমার অধিকারী, প্রধান শিক্ষক কৃষ্ণ পদ রায়, রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, সাবেক প্রধান শিক্ষক বিশ্বনাথ ভট্টাচার্য্য, গোপাল চন্দ্র কুশারী, শান্তিরাম মল্লিক, ব্রজেন দাস, গৌতম শীল, সহাদেব বৈরাগী, বাসুদেব পাল, রাজীব মহলী, প্রকাশ অধিকারী, মানিক পাল, মৃনাল সরকার, সুকুমার রায়, স্বপ্না রানী পাল, মিলন মালাকার, গৌতম সাহা, তপন বিশ্বাস, শ্রীকান্ত পাল, কানাই লাল ধর, অসিত পাল, পলাশ দাস, জয়দেব সরকার, তাপস বিশ্বাস, গোপাল কুন্ডু, সবুজ বৈরাগী, প্রতাপ পাল, দুলাল সাহা, ইন্দ্রজিত পাল, গনেশ কুন্ডু, অনিন্দ শীল, বরুন দাশ, মিঠুন কুন্ডু প্রমূখ।