প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ১১:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৪, ১১:০৮ অপরাহ্ণ
শ্রীনগরে বাগানের গাছ কেটে জমি দখলের পাঁয়তারা

মুন্সীগঞ্জের শ্রীনগরে বাগানের গাছ কেটে জমি দখলের পাঁয়তারা করার অভিযোগ উঠেছে তুষার হোসেন জিকু গং এর বিরুদ্ধে। গত (২৪ মার্চ) রবিবার সকাল সাড়ে ৮টার সময় উপজেলার উত্তর কামারগাঁও এলাকায় গাছপালা সহ মাটি কেটে জমি দখল করার ঘটনা ঘটে।
এ ব্যাপারে সাদিয়া আফরিন বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, ভাগ্যকূল ইউনিয়নের উত্তর কামারগাঁও এলাকার মৃত আব্দুল সাত্তার এর মেয়ে সহিদা আক্তার রেখা (৪৫), তুষার হোসেন জিকু (৩০), বিল্লাল হোসেন (৭০), বাদল(৩৫) সহ অজ্ঞাতনামা আরো ১০/১৫ জন মিলে বাগানের গাছপালা সহ মাটি কেটে নিয়ে যায়। বিবাদী অত্যান্ত খারাপ প্রকৃতির লোক। বিবাদীর সাথে পূর্ব হইতে বাগানের জায়গা সম্পত্তি নিয়ে আমাদের সাথে বিরোধ চলমান রয়েছে। উক্ত বিরোধের জের ধরিয়া বিবাদী প্রায় আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও খুন জখমের হুমকি প্রদান করিয়া আসিতেছে উক্ত বিরোধের জের ধরিয়া বিজ্ঞ সিনিয়ন সহকারী জজ শ্রীনগর আদালত, মুন্সীগঞ্জ দেওয়ানী মোকদ্দমা নং-২৭/২৪ দায়ের করি। মোকদ্দমা টি চলমান বিবাদী বিজ্ঞ আদালতের অমান্য করিয়া জোরপূর্বক ভোগদখলের পাইতারা করিয়া আসিতেছে।
তারই ধারাবাহিকতায় ইং- ২৪/০৩/২০২৪ তারিখ সকাল অনুমান সাড়ে ৮টার সময় শ্রীনগর থানাধীন উত্তর কামারগাঁও সাকিনস্থ বিবাদীরা জোরপূর্বক লোকজন নিয়ে উক্ত নালিশী সম্পত্তির গাছপালা সহ মাটি কাটিতে থাকে। তখন আমরা বাধা-নিষেধ করিলে বিবাদীগণ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। তখন আমি বাধা দিতে গেলে বিবাদীগন আমাকে মারধর করতে আসে। আমাকে লাঠি নিয়ে মারতে আসলে আমার ডাক চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে এসে আমাকে উদ্ধার করে। এ বিষয়ে অভিযুক্ত তুষার হোসেন জিকু এর কাছে জানতে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে ভাগ্যকূল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য রতন কুমার সাহা এর কাছে জানতে চাইলে তিনি বলেন, তারা সম্পর্কে ভাই বোন হয় তাদের সম্পত্তি নিয়ে ঝামেলা অনেক আগে থেকেই চলে আসছে তবে কাগজপত্রে কথা বলবে। আমি দুই পক্ষকে মীমাংসা এর জন্য বলেছি ।
তার কাছে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি খবর পেয়ে তাদের গাছ কাটতে নিষেধ করেছি তারা আমার কথা শোনেনি। পরে আবুল কালাম এর মেয়ে সাদিয়া আফরিন থানায় অভিযোগ করেছে।
এ বিষয়ে শ্রীনগর থানার এএস আই মোঃ মোতালেব মুন্সি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.