
দিনাজপুর ৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিকের
নির্দেশনায় ২৯ অক্টোবর বিকালে ঘোড়াঘাটে উপজেলা আওয়ামীলীগ,উপজেলা কৃষকলীগ, শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে রাণীগঞ্জ বাজারে বিএনপির হত্যা,জ্বালাও পোড়াও,নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে এক শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা কাজী শুভ রহমান চৌধুরী, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম আকাশ, ২নং পালশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কবিরুল ইসলাম, বুলাকীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাবেক উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, জাতীয় শ্রমিকলীগের সিংড়া ইউনিয়ন শাখার সভাপতি
মোঃ মাহবুবার রহমান হিরক, পৌর আওয়ামীলীগের সাংগাঠনিক
সম্পাদক মোঃ সেলিম মাস্টার, পৌর কাউন্সিলর মোঃ রাহাত আহম্মেদ, কাউন্সিলর মোঃ রেজওয়ান আহম্মেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নিরুপ সাহা, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান সিজু সহ আরও অনেকে।
উক্ত সমাবেশে ঘোড়াঘাটে উপজেলা আওয়ামীলীগ, উপজেলা কৃষকলীগ, শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী অংশগ্রহন করেন।