
বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর মাঝে ভিন্ন আঙ্গিকে শতাধিক প্রাথমিক শিক্ষকদের নিয়ে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে ।(২৯ মার্চ) শুক্রবার প্রথমবারের মতো হাসপাতাল খেয়াঘাটের পানগুছি নদীতে নৌকার মাঝে ভাসমান অবস্থায় মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষকবৃন্দের উপস্থিতিতে এই ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। তবে এ আয়োজনটি সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী আয়োজন বলে মনে করছেন উপজেলাবাসী, বাগেরহাটের মোরেলগঞ্জে প্রথমবারের মতো হাসপাতাল সানকিভাঙ্গা খেয়াঘাটের পানগুছি নদীতে নৌকায় করে ভাসমান অবস্থায় ইফতার ও মাগরীবের সালাত আদায় করার দৃশ্য এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে শিক্ষক, ছাত্র ,গণমাধ্যম কর্মীসহ শতাধিক মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।অনুষ্ঠান। উপজেলার বিভিন্ন এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও সহকারী শিক্ষকের সমন্বয়ে শতাধিক শিক্ষক এই ভাসমান ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন।