
রাখাইনে বিদ্রোহীদের হামলায় টিকতে না পেরে মিয়ানমারের জান্তা বাহিনীর সেনা কর্মকর্তাসহ আরো ৩ সেনা পালিয়ে এলো বাংলাদেশে। শনিবার ( ৩০ মার্চ) ভোররাত ৩ টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু কোনার পাড়া( সীমান্ত পিলার ৩৪ এর টু-এস) পয়েন্ট দিয়ে ওরা পালিয়ে সীমানা পার হলে টহলরত ১১ বিজিবি জোয়ানরা এদের তুমব্রু বিওপিতে নিয়ে যায়।
এ সীসান্তের দায়িত্বরত ৩৪ বিজিবি অধিনায়কের ব্যবস্থাপনায় তাদেরকে একই উপজেলাধীন ১১ বিজিবি অধিনস্থ নাইক্ষ্যংছড়িস্থ সদরের বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয়ে ১৭৭ জনের সাথে রাখা হয়েছে। এতে পালিয়ে আসা জান্তা বাহিনীর সদস্য সংখ্যা দাড়ায় ১৮০ জনে।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানান,১৭৭ জনকে আগামী ৫ এপ্রিল বা ৭ এপ্রিলের মধ্যে সরকার ফেরত পাঠানোর যে তোড়জোড় শুরু করেছিলো পালিয়ে আসা এ তিন সেনার কারণে ১৭৭ জনের ফেরত পাঠানোর প্রক্রিয়ায় কিছু টা জটিলতা সৃষ্টি হয়ে গেছে। এ জন্যে ১৭৭ জনের মিয়ানমারের ফেরত পাঠানোর বিষয়টি অনিশ্চিত দেখা দেয়।
পালিয়ে আসা এ তিন সেনা সদস্যের বিষয়টি নিশ্চিত করেছেন, বান্দরবান জেলা প্রশাসক মো: মুজাহিদ উদ্দিন। তিনি বলেন,এরা ৩ জনই সেনা সদস্য বলে জানা গেছে। এদেরকে আগের ১৭৭ জনের সাথে নাইক্ষ্যংছড়ি বর্ডার গার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। অন্য বিষয়টি পরে জানা যাবে।