
পটুয়াখালীর ভুরিয়া ইউপির ভায়লা গ্রামের ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মোঃ ফজলুল করিম মোল্লা এঁর ১৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । গতকাল শুক্রবার বিকাল ৪ টায় ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে পারিবারিক আয়োজনে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় সাবেক সিনিয়র সচিব মোঃ ফয়েজ মিয়া তাঁর গর্বিত পিতা ভায়লা ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মোঃ ফজলুল করিম মোল্লা এঁর কর্মময় জীবন ও সমাজ উন্নয়নে ভূমিকার স্মৃতিচারন করেন। এছাড়াও এসময় বক্তব্য রাখেন, মরহুম ফজলুল করিম মোল্লার জামাতা সাবেক পরিকল্পনা সচিব আবুল কালাম আজাদ, পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট হাফিজুর রহমান, পটুয়াখালী পৌর সভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোতালেব মোল্লা, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক কেএম খায়রুল আহসান খায়ের, সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন সিকদার প্রমুখ। উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক মোঃ ইসমাইল হোসেনের উপস্থাপনায় নানা মরহুম মোঃ ফজলুল করিম মোল্লার জন্য ইউনিয়নবাসীর কাছে দোয়া চেয়েছেন ভুরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল মোল্লা।এসময় মঞ্চে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক জিএম জাফর কিরন, ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।এসময় দোয়া মোনাজাত পরিচালনা করেন, মাওলানা মোঃ ইব্রাহিম। দোয়া মিলাদে শত শত ইউনিয়ন হাজার হাজার লোক অংশগ্রহন করেন।