ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬

কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশের মেধাবৃত্তি প্রদান

কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান ২০২২ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ,বাংলাদেশের এর পক্ষ থেকে ক্রেস্ট,সন্মানী ও সাটিফিকেট প্রদান।

বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২২ এর আওতায় কুড়িগ্রাম জেলা পুলিশে কর্মরত যেসকল পুলিশ সদস্যের মেধাবী সন্তান বিগত ২০২২ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সকল বিষয়ে A+ অর্জন করেছে এবং মেধার স্বাক্ষর রেখেছে তাদের ক্রেস্ট,সম্মানী ও সার্টিফিকেট প্রদান করা হয়।

শনিবার ( ৩০ মার্চ ) সকালে কুড়িগ্রাম জেলা পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষ থেকে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম’বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২২’প্রদান করেন।

এসএসসি পরীক্ষায় ৮ জন ও এইচএসসি পরীক্ষায় ৫ জন মোট ১৩ জন মেধাবী সন্তানকে ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট প্রদান করা হয়।

২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় সকল বিষয়ে A+ অর্জন করেছে- কুড়িগ্রাম জেলা পুলিশে কর্মরত পুলিশ পরিদর্শক নিরস্ত্র মো.মামুনুর রশিদ এর কণ্যা মাহবুবা রশিদ, পুলিশ পরিদর্শক নিরস্ত্র প্রদীপ কুমার রায় এর কণ্যা হিমাদ্রী নন্দিনী রায়,এসআই (নিরস্ত্র) মো. মিন্টু মিয়া এর কণ্যা মোছা. মারজিয়া তাসনিম, নারী এসআই (নিরস্ত্র) মোছা.মর্জিনা বেগম এর কণ্যা মোছা. আরিফা জান্নাত আরশি,এএসআই (নিরস্ত্র) মো. জাহিদুল ইসলাম এর পুত্র মো.আল ইমরান হোসেন শুভ, এএসআই (সশস্ত্র) দীপক চন্দ্র বর্মন এর পুত্র পার্থ দেব বর্মন, নায়েক কালীদাস চন্দ্র রায় এর কণ্যা অর্পিতা রায়, কনস্টেবল মো.মোস্তফা জামাল এর কণ্যা মমতাজ আক্তার মিম।

এছাড়াও ২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় সকল বিষয়ে A+ অর্জন করেছে, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ফরিদ হোসেন এর পুত্র মো.ফারহাদ বিন ফরিদ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো.আমিরুজ্জামান এর কণ্যা অর্পিতা জামান, এসআই (নিরস্ত্র) মো.নওশাদ আলী এর পুত্র মো.তাকিব আলী,কনস্টেবল মো. ময়নাল হক এর পুত্র মো.মেহেদী হাসান আলিফ এবং কনস্টেবল মো. সাইদুল ইসলাম এর কণ্যা সাদিয়া ইসলাম তুবা।

অভিব্যক্তি প্রকাশ করতে পুলিশ সদস্যদের এইসব মেধাবী শিক্ষার্থী বলেন,আমরা হুমায়ুন আহমেদ,জাফর ইকবাল, আহসান হাবিব,এম আর আখতার মুকুল,সুশানে গীতি, মেয়র আতিকুর রহমানের মতো গর্বিত মানুষ হয়ে বাবামায়েদের মতো দেশসেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।

তারা আরো বলেন জীবনের এই যাত্রায় আমাদের উৎসাহিত করার জন্য,আলোকিত করার জন্য আমরা বাংলাদেশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্যারের প্রতি আজীবন কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ।

উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. রুহুল আমীন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো.সাজ্জাদ হোসেন সহ সকল পদমর্যাদার পুলিশ সদসবৃন্দ উপস্থিত ছিলেন।

টেকসই নিরাপত্তা ও উন্নয়নের নির্মোহ সারথী কুড়িগ্রাম জেলা পুলিশ।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ