
বরগুনার আমতলীতে সৌদি আরবে বসে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়া উপজেলার চন্দ্রা গ্রামের মো. ইউসুফ মিয়ার অসহায় এতিম সন্তান ইয়াসিন (২) ওমর (৪) কে অনুদান প্রদান ও অসহায় গরীব ২৫০ জনকে ইফতার সামগ্রী বিতরন করা হয় । আমতলীর জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুদান ও ইফতার সামগ্রী প্রদান করা হয়। শনিবার বেলা ১১ টায় জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উপজেলা পরিষদ সলগ্ন
কার্যালয়ে সংগঠনের সভাপতি মো. মিজানুর রহমান বাদলের সভাপতিত্বে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ কাদের মিয়া। এ সময় উপস্থিত ছিলেন, পশ্চিম চিলা সরকারী প্রাথমিক বিদ্যঅলয়েন প্রধান শিক্ষক মো. লোকমান হাকিম. আমতলী উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম লিটন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাবু সুশান্ত। আমতলী উপজেলা প্রেসক্লাব সভাপতি আবু সাইদ খোকন, যুগ্ম সাধারন সম্পাদক সজিব আহমেদ. কালবেলা প্রতিনিধি মো.মনিরুল ইসলাম,জাহানার লতিফ মোল্লা ফাউন্ডেশনের (ভারপ্রাপ্ত)ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল ইসলাম জনিপ্রমুখ।
সৌদি আরবে মারা যাওয়া ইউসুফ মিয়ার অসহায় স্ত্রী মরিয়ম বেগম বলেন. জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া আমার এতিম দুই সন্তানের নামে ৫০ হাজার টাকা ফি·ড ডিপোজিট করে দিয়েছে । এই টাকায় আমার সন্তানদের অনেক উপকার হবে। আমি ও গ্রামবাসী জিয়াউর রহমানকে ধন্যবাদ জানাই।জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান বলেন, জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন সবসময় গরীব অসহায় বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে।