
দেশের বিভিন্ন এলাকায় চুরি,ছিনতাই,চাঁদাবাজি, পাড়া মহল্লায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল চক্রটি। সবশেষ গতকাল ছিনতাইকালীন অবস্থায় রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা হতে কিশোর গ্যাং লিডার হাসিবুলসহ বাহিনীর ৭ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
শনিবার (৩০ মার্চ) দুপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম.জে.সোহেল এ তথ্য জানান।
গ্রেফতারকৃত আসামীরা হলো,মো.হাসিবুল হোসেন,মো. রকি,মো.ইমন,মো.জুয়েল,মো.তানভির, মো.হৃদয়,এবং মো.নাঈম।
এম.জে.সোহেল বলেন,গতকাল শুক্রবার (২৯ মার্চ) রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকার মাদবর বাজার বেড়ীবাঁধ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে। এ সময় কিশোর গ্যাং এর গ্যাং লিডার হাসিবুলসহ ৭ সদস্যকে ছিনতাইকালীন অবস্থায় গ্রেফতার করা হয়। সেই সঙ্গে এসময় তাদের কাছ থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহৃত ৪টি চাকু উদ্ধার করা হয়।
তিনি বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তিরা রাজধানীর কামরাঙ্গীরচরসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি,ছিনতাই,চাঁদাবাজি,পাড়া মহল্লায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে