ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মোহাম্মদপুরে সাড়াশি অভিযান,গ্রেফতার ৬
বনশ্রীতে নারী সাংবাদিককে যৌন হয়রানি-হেনস্তা, গ্রেফতার ৩
নোয়াখালীতে জমজ ২ দুই বোনকে ধর্ষণ
শিক্ষক হত্যা:১৩ বছর ছদ্মবেশে আত্মগোপনে,গ্রেফতার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী
কলাপাড়ায় যুবককে পেটালেন সেনা সদস্য: হাসপাতালে কাতরাচ্ছেন আহত মিশকাত, থানায় অভিযোগ
গ্রামের মানুুষ ধানের শিষে ভোট দিয়ে দেশের শান্তি ফিরিয়ে আনতে চায় : বিএনপি নেতা হাজী আল মামুন
পাঁচবিবিতে লীলা কীর্তনে অর্ধ লক্ষ টাকা সহায়তা দিলো ছাত্রনেতা ‘শামীম’
ঈদের তৃতীয় দিনে পর্যটকে কনায় কানায় পরিপূর্ন কুয়াকাটা সৈকত
কলাপাড়ায় গভীর রাতে বসতঘর থেকে গৃহবধূ নিখোজ, জনমনে নানা প্রশ্ন হত্যা না গুম
মিরসরাইয়ে এসএসসি ২০০২ ব্যাচের আবুতোরাব স্কুলের ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা
কালিগঞ্জের কিষান মজদূর একাডেমী’র হীরক জয়ন্তী উদযাপন 
ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত : আটক ২
নান্দাইলে সালিশের আহবায়কের বাড়ি-ঘরে হামলা ভাংচুর ও লুটপাট , থানায় অভিযোগ দায়ের
আমতলীতে ওয়ার্ড বিএনপির সভাপতির নেতৃত্বে বিদ্যালয়ের খেলার মাঠ দখল
নান্দাইলে এস.আর.বি ইটভাটায় জিম্মি থাকা ২০ জন শ্রমিককে উদ্ধার: আটক ২

রিকশা চালকের নেতৃত্বে গ্যারেজ মালিকের ছেলে অপহরণ

রিকশা চালকের নেতৃত্বে গ্যারেজ মালিকের ছেলে মো. মোজাহিদ (৫) কে অপহরণ চক্রের মূলহোতাসহ তিন জনকে গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। মানিকগঞ্জ জেলার সিংগাইর থানা এলাকা হতে তাদের গ্রেফতার করা হয় বলে জানানো হয়। সেই সঙ্গে অপহরণ চক্রের বিকাশে দেওয়া টাকাও উদ্ধার করা হয়।

শনিবার (৩০ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব জানান উপ পুলিশ কমিশনার এইচ.এম আজিমুল হক।

গ্রেফতারকৃত আসামীরা হলেন,আসিফ আলী (২২),শাহিন (২৩),মো.সুমন আলী (১৮)।

এইচ.এম আজিমুল হক বলেন,আগে তথাকথিত বিএনপি বস্তি নামে যে জায়গাটা ছিল সেখানে বর্তমানে অফিস আদালত হয়ে গেছে। এখানে একটি বাড়ি থেকে একজন বাচ্চা কিডন্যাপ (অপহরণ) হয়েছিল ২৮ মার্চ সাড়ে ৭টার দিকে।

আমাদেরকে তারা জানিয়েছেন পরদিন ২৯ তারিখে। পরিবার খোঁজাখুজি করে বাচ্চাকে পায়নি। তখন বাচ্চার বাবার কাছে একটা মোবাইল ফোন আসে এবং বাচ্চার মুক্তিপনের জন্য ৬০ হাজার টাকা চাই। একটা পর্যায়ে আসামীরা একটি বিকাশ নাম্বার দেয়,বাচ্চার বাবা সেই নাম্বারে কিছু টাকা পাঠালে তারা আরও টাকার পরিমানটা বাড়াতে থাকে। এই খবর নিয়ে যখন বাচ্চার বাবা থানায় আসে তখন আমাদের একটা চৌখশ টিমকে আমরা নির্দেশনা দেয়। সেই অনুযায়ি আমাদের টিম কাজ করতে থাকে এবং মাত্র ১২ঘণ্টার মধ্যে আমরা বাচ্চাটাকে উদ্ধার করতে সক্ষম হয়। সেই সঙ্গে অপহরণের সঙ্গে জরিত ৩জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়। বাচ্চাটা অক্ষত আছে এবং অপহরণকারীদেরকে আমরা ধরতে পেরেছি এবং যে টাকাটা বিকাশের মাধ্যমে দেয়া হয়েছিল সে টাকাটাও আমরা উদ্ধার করতে পেরেছি।

তিনি বলেন,আমরা খুবই আশঙ্খাগ্রস্থ ছিলাম বাচ্চাটাকে হত্যা করতে পারতো। এই ধরনের বিপদ থেকে আমরা বেচে গিয়েছি। বাচ্চাটা সুস্থ্য আছে। তাকে তার বাবা মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাচ্চার বাবা মো. নুরুজ্জামান ওরফে জামাল বলেন,গত ২৮ তারিখে আমার বাচ্চা হারিয়ে গেলে আমরা সারা রাত খোঁজা খুজি করে কোন খোঁজ পাইনা।

পরদিন ২৯ তারিখ ১১টার দিকে আমাকে ফোন দিয়ে বলে আমাদের ৬০ হাজার টাকা দিতে হবে। বলে যদি তুমি টাকা দেও তাহলে বাচ্চা পাবা তা না হলে বাচ্চা পাবা না। পরে আমি তাদেরকে ২০হাজার টাকা বিকাশে পাঠিয়ে দিয়েছি। তারপর শেরে বাংলা থানায় বিষয়টা জানায়। পরে থানা থেকে সেই নাম্বার ট্রাকিং করে সকাল ১১টা থেকে অভিযান শুরু করে সন্ধা ৭ টা পর্যন্ত সারাদিন তারা অভিযান চালায়। অভিযানে আমার ছেলেকে তারা উদ্ধার করে। সেই অভিযানে আমি নিজেও ছিলাম।

তিনি বলেন,আসামী যারা গ্রেফতার হয়েছে তারা আমার গ্যরেজে রিকশা চালাতো। তারা যে আমার বাচ্চাকে জিম্মি করেছে সেটা আমি জানতাম না।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ