
আসন্ন ষষ্ঠ বারের কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ নুরুজ্জামান সরদার বলেছেন ‘ নিজের ভাল থাকা নয় কালকিনিবাসীর কল্যাণে কাজ করতে এসেছি। আমি ও আমার পরিবার যদি নিজেদের সুখ ও সাচ্ছন্দের কথা ভাবতাম তাহলে আমরা আমেরিকায় সুখে শান্তিতে বসবাস করতে পারতাম। কিন্তু আমি মানুষের কল্যাণ করার জন্য রাজনীতি করি আর কালকিনিবাসীর সুখ দুঃখের সাথী হতে নির্বাচন করতে এসেছি।
আমি মনে করি উন্নয়নের দিক দিয়ে কালকিনি এখনো পিছিয়ে রয়েছে তাই আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে কালকিনির উন্নয়নের দৃশ্যপট পরিবর্তন হবে ইনশাল্লাহ।
আজ(শুক্রবার) বিকেলে পূর্ব এনায়েতনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে সমিতির হাট আবা খালেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সমিতির হাট আবা খালেদ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম খাঁনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন কালকিনি উপজেলা আওয়ামীলীগ নেতা আবু তাহের হাওলাদার, পূর্ব এনায়েতনগর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সচিব মোবারক বিশ্বাস, বাদল তালুকদার সহ স্থানীয় নেতৃবৃন্দ।