প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ১১:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৪, ১:৫৭ পূর্বাহ্ণ
শ্রীনগরে রাস্তা দখল করে ইট রাখায় অটোরিকশা উল্টে চালক নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগরে রাস্তার উপর ফেলে রাখা ইটের স্তুপের সাথে ধাক্কা লেগে অটোরিক্সা উল্টে ১ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে শ্রীনগর-হাট নওপাড়া সড়কের তাড়াটিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটপাড়া ইউনিয়নের তাড়াটিয়া বেপারী বাড়ির সামনে মাসুম হোসেনের ইটের গাড়ি এসে রাস্তার অর্ধেকটা দখল করে ইট ফেলে রাখে। ওই রাস্তা দিয়ে শ্রীনগর-বেজগাঁও আসার সময় বিপরীতমুখী অপর একটি অটোরিক্সারকে সাইড দিতে গিয়ে ইটের স্তুপের সাথে ধাক্কা লেগে অটোরিক্সাটি উল্টে যায়। এ সময় অটোরিক্সা চালক শাহিন শিকদার (৬৩) আহত হয়েছে।
স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শাহিন শিকদারকে মৃত ঘোষণা করেন। নিহত শাহিন শিকদার কেরানীগঞ্জের সুভাঢ্যা এলাকার আবুল হোসেনের ছেলে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.