বিএনপি-জামায়াত-শিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে শরীয়তপুরের ডামুড্যায় সড়কে তেমন সাড়া নেই। তবে স্বাভাবিক সময়ের চেয়ে দূরপাল্লা গণপরিবহনের সংখ্যা কম।রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে ডামুড্যা অংশে মহাসড়কে এমনই চিত্র দেখা যায়। তবে হরতালের পক্ষে বিএনপি জামায়াত শিবিরের কোন নেতাদের মহাসড়কে তৎপরতা লক্ষ্য করা যায়নি।
এদিকে হরতালের সমর্থনে ডামুড্যায় দলটির নেতাকর্মীদের বিক্ষোভের আশঙ্কায় সকাল থেকেই নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। নাশকতা এড়াতে ডামুড্যা বাস স্ট্যান্ড,তিনখাম্বা,শিধলকুড়া বাসস্ট্যান্ড,ডামুড্যা বাজার এলাকায় অবস্থানে রয়েছে বিপুল সংখ্যক পুলিশ।
অপরাদিকে জ্বালাও, পোড়াও, অগ্নিসংযোগ, গাড়ি ভাংচুর ও হত্যা এবং অবৈধ হরতালের প্রতিবাদ ডামুড্যা বাজার,ডামুড্যা উপজেলার গুরুত্বপূর্ণ স্থান,ডামুড্যা বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়েছে ডামুড্যা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ডামুড্যা থানার অফিসার ইনচার্জ ওসি শেখ শরীফুল আলম জানান, যান চলাচল স্বাভাবিক রয়েছে। ডামুড্যার বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।