
শুক্রবার (২৯ মার্চ) দুপুর ১২ আয়েশা নুরুল আলম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্মার্ট উদ্যােক্তা ফোরামের উপদেষ্টা শেখ মনসুর সাহেবের এর অর্থায়নে স্মার্ট উদ্যােক্তা ফোরামের তত্বাবধানে ১১০ টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়
এতে চাউল,ডাল,তেল,আলু,পেঁয়াজ, চিনি,দুধ,বাংলা সেমাই, লাচ্ছি সেমাই মোট নয়টি আইটেম ছিলো।
দেশের বিভিন্ন জেলায় যেমন হবিগঞ্জ,ঢাকা চট্রগ্রাম খুলনা,রংপুর, সিলেট,বরিশাল,রাজশাহী,মাগুরা, বাগেরহাট,চাঁদপুর, ফরিদপুর,ঝিনাইদহ, উল্লেখযোগ্য এই সব জেলার অসহায় পরিবারের মাঝে নিজস্ব খরচে পৌঁছে দেওয়া হয়েছে।
Smart Enterpreneur Forum সেচ্ছাসেবা,মানবিক, উদ্যােক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন,ভলান্টিয়ারিং, সাহিত্য সংস্কৃতি সহ ইত্যাদি নিয়ে একটি স্বাধীন, আদর্শ, স্বচ্ছ, ব্র্যান্ডিং নেটওয়ার্ক প্ল্যাটফর্ম করার লক্ষ্যে এগিয়ে চলছে।