
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় বিভিন্ন সড়কে বাস, ট্রাক, অটোরিকশা, রিক্সা, টমটম বিভিন্ন প্রকারের যানবাহন চলাচল করেছে। দুমকিতে আজকে হরতালে কোন প্রভাব পড়েনি। দুমকি উপজেলা ছাত্রলীগ সকাল ১০ টায় দুমকির বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে। স্লোগান ছিল হরতাল মানি না, মানব না। বেলা ১১টায় দুমকি সরকারি জনতা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ হরতাল বিরোধী মটরসাইকেল শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশী টহল দেখা গেছে।
দুমকি উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ১১১, পটুয়াখালী-১ সংসদীয় উপ-র্নিবাচনের র্প্রাথীদের দলীয় মনোনয়পত্র ক্রয় করার জন্য ঢাকায় অবস্থান করছে। রাস্তায় লোক সমাগম ছিল চোখে পড়ার মত।