
পাঠকপ্রিয় লেখক নাঈমুল রাজ্জাক ছোটো গল্প, উপন্যাস, কবিতা, অণুগল্প, স্ক্রিপ্টসহ বিভিন্ন বিষয় নিয়ে লেখালিখির সাথে দীর্ঘ সময় ধরে জড়িত আছেন। একটি বেসরকারি ইউনিভার্সিটিতে আইনের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। পেশার পাশাপাশি তিনি রেডিও ও টিভিতে উপস্থাপনার সাথেও জড়িত আছেন। বর্তমানে তিনি দেশের জাতীয় কয়েকটি পত্রিকায় লেখালেখি করছেন। স্বাচ্ছন্দ্যবোধ করেন মানুষের স্বপ্নপূরণের প্রতীক্ষার প্রহর ও জীবনযাপনের গতিপ্রকৃতিতে যে ভিন্নতা রয়েছে, সেই মানুষের মনোজগত পরিবর্তনের গল্প বলতে।
নাঈমুল রাজ্জাকের গল্পগ্রন্থ মোস্তাফিজ কারিগরের প্রচ্ছদে ‘নির্বাচিত গল্প’ প্রকাশিত হয়েছে পার্ল পাবলিকেশন্স হতে। উপন্যাস অবেলার নোনাজলে মোস্তাফিজ কারিগরের প্রচ্ছদে প্রকাশক রুশদা প্রকাশ। মানুষের স্বপ্নপূরণের প্রতীক্ষার প্রহর ও জীবনযাপনের গতিপ্রকৃতিতেও ভিন্নতা রয়েছে। এই উপন্যাসে এমনই মধ্যবিও এক পরিবারের যাপিত জীবন আনন্দ বেদনা, স্বপ্ন, মর্মান্তিক ট্রাজেডি মূর্ত হয়ে উঠেছে।
পার্ল পাবলিকেশন্স থেকে প্রকাশিত অর্পিত তরঙ্গে, নিভৃতে গৌরব জনপ্রিয়তা লাভ করে। এছাড়াও উপাখ্যান সমাপন, দ্যা বেস্ট পোয়েমস অন্যতম। বইগুলো অনলাইনে রকমারিতে পাওয়া যাচ্ছে।
লেখালিখির পাশাপাশি যুক্ত রয়েছেন বাংলাদেশের রেডিও জগতে নাঈমুল রাজ্জাক। স্টার কাফে উইথ নাঈমুল রাজ্জাক,স্পেশাল আওয়ার, রেডিও-ধ্বনিতে পাওয়ার আওয়ারসহ অসংখ্য রেডিও অনুষ্ঠানের মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেন।
তিনি গবেষক হিসেবে দেশে ও দেশের বাহিরে কয়েকটি নামকরা গবেষণা কেন্দ্রে সম্পাদকীয়তে কাজ করছেন। তার নিজের লেখা দেশে ও দেশের বাহিরে গবেষণা পত্র রয়েছে এবং ফেলো মেম্বার হিসেবে নিয়োজিত রয়েছেন। তিনি জানান, সৃজনশীল কাজের মাঝে এক প্রকার প্রশান্তি রয়েছে। তিনি তার বাবার প্রতিষ্ঠিত এ আর স্কুল এন্ড কলেজের নির্বাহী পরিচালক হিসেবে নিয়োজিত রয়েছেন।
এছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা,সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন। তিনি বাউলতরী পদক, শুভজন লেখক পুরস্কার ছোটগল্প, বাংলাদেশ ইয়ুথ ভলান্টিয়ার, এক্সিলেন্স বাংলাদেশসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হন।