
পটুয়াখালীর কমলাপুর ও ভুরিয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচন কে সামনে রেখে ৭৯ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
২৮ মার্চ বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উক্ত প্রার্থীরা পটুয়াখালী সদর উপজেলা নির্বাচন অফিসে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। কমলাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৩ জন প্রার্থী। কমলাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে যে ৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন তাঁরা হলেন, মোঃ মনির রহমান মৃধা,আঃ ছালাম মৃধা ও মোঃ শফিকুল ইসলাম। উক্ত ইউনিয়নে সংরক্ষিত নারী আসনে ৯জন ও সাধারণ আসনে২৭ জন ইউপি সদস্য প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এদিকে ভুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। ভুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকারীরা হলেন, মোঃ সরওয়ার হোসেন, মোঃ জহিরুল ইসলাম সোহাগ,রুবেল আহম্মেদ ও মোঃ জসিম উদ্দিন। অন্য দিকে এ ইউনিয়নে সংরক্ষিত নারী আসনে ১০ জন ও সাধারণ আসনে ২৬ জন ইউপি সদস্য প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
উপরোক্ত দুইটি ইউনিয়নের উল্লেখিত বিভিন্ন পদের প্রার্থীদের মনোনয়ন পত্র গ্রহণ করেছেন মোঃমিজানুর রহমান খান নির্বাচন অফিসার পটুয়াখালী সদর, পটুয়াখালী ও রির্টানিং অফিসার কমলাপুর ও ভুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২৪।