
রাজধানীর বনানী এলাকা হতে ১ হজার ৮৬৬ বোতল মদ বোঝাই পিক-আপ ভ্যান জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-১)। একই সঙ্গে মাদক ব্যবসায়ী মো. মাসুদ বিশ্বাস (৩৪) কে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৮মার্চ) সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো.মাহফুজুর রহমান এ তথ্য জানান।
মাহফুজুর রহমান বলেন,র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-১) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,বনানী থানাধীন এলাকায় ১ জন মাদক ব্যবসায়ী ১টি সাদা রং এর পিক-আপ ভ্যানে বিপুল পরিমান মাদকদ্রব্য বহন করে বনানী এলাকা থেকে গুলশান এলাকার উদ্দেশ্যে রওয়ানা করবে।
গোপন সংবাদের ভিত্তিতে বনানীর ব্লক-জি এর সামনে রাস্তার উপর হতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মাসুদ বিশ্বাস (৩৪),কে গ্রেফতার করা হয়।
এসময় আসামীর নিকট হতে কেরুর তৈরি ১ হাজার ৮৬৬ বোতল বিলাতি মদ ও ১টি পিক-আপ ভ্যান এবং ১টি মোবাইল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে