
উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীর বিষখালী নদীতে অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ রবিবার দুপুর ১টার দিকে বিষখালী নদীর ঝোপখালী পয়েন্ট থেকে অবৈধ ৩ টি বেহুন্দি জাল, সুতার জাল ৩ টি, চায়না সুতার জাল জব্দ করে ধ্বংস করেন। যার বর্তমান মূল্য ২ লাখ টাকার বেশি জানান মৎস্য কর্মকর্তা সমাপ্তি সাহা।
উপজেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র মৎস্য কর্মকর্তা সমাপ্তি সাহা বলেন, জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে মৎস্য অধিদপ্তর ও থানা পুলিশের যৌথ অভিযানে বৃহস্পতিবার দুপুরে বিষখালী নদীতে অবৈধ জাল জব্দ করা হয় এবং পরে এগুলো পুড়িয়ে ফেলা হয়।
উপজেলার বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। দুপুর ১টার দিকে বিষখালীর ঝোপখাল পয়েন্ট মাছ শিকার করা অবস্থায় নদীর বিভিন্ন এলাকা থেকে ৩ টি বেহুন্দি জাল (২০০০ হাজার মিটার), সুতার জাল ৩ টি (১০০০ হাজার মিটার) , চায়না সুতার জাল জব্দ করে ধ্বংস করেন। যার বর্তমান মূল্য ২ লাখ টাকার বেশি।
পরে জালগুলো বিকেল ৩ টার দিকে উপজেলা পরিষদ এলাকায় এনে প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমেদ এর সাথে উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা সমাপ্তি সাহা এবং বেতাগী পুলিশের একটি চৌকশ দল।