
শরীয়তপুর নড়িয়ার চরমোহনপুর এলাকায় জাল টাকা প্রস্তুতকারী চক্রের মূলহোতা আরিফ ব্যাপারীসহ ৩ জন’কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার ( ২৭ মার্চ) শরীয়তপুর নড়িয়ার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে তৈরীতে ব্যবহৃত সরঞ্জামাদিসহ বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করে র্যাব।
বুধবার (২৭ মার্চ) রাতে র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এইসব তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর আড়াই টায় কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
ডিআই/এসকে