
রমজান মাসে প্রাণীজ আমিষ নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষে পিরোজপুর জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম শুরু করছে। বুধবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১ টায় পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ড. মো. আবু সুফিয়ান, পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মুকিত হাসান খাঁন।
জানা গেছে, এখানে প্রতি লিটার দুধ ৬০ টাকা, প্রত্যেকটি ডিম ৮ টাকা এবং প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকায় কিনতে পারবেন। এই কার্যক্রমের আওতায় একজন ক্রেতা সর্বোচ্চ ২৪ টি ডিম ও ১ কেজি গরুর মাংস ও ১ লিটার দুধ কিনতে পারবেন। বাজারের থেকে কম মূল্যে দুধ, ডিম এবং মাংস কিনতে পের সাধারণ ক্রেতারা খুবই খুশি। তারা এই কার্যক্রম রমজানের পরেও চালু রাখার দাবি জানান।
বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ড. মো. আবু সুফিয়ান জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের নিম্ন আয়ের মানুষদের প্রাণীজ আমিষ ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম আগামী ২৮ রমজান পর্যন্ত চলবে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, বাজারে যেনো বিক্রেতারা অধিক মূল্যে পন্য সামগ্রী বিক্রি করতে না পারে সে জন্য আমাদের মনিটরিং অব্যাহত আছে। এছাড়াও প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে এই উদ্যোগে সুলভ মূল্যে মাংস, দুধ ডিম দেয়া হচ্ছে। এতে নিম্ন আয়ের মানুষ উপকৃত হবে।