ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

পঞ্চগড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ইউপি সদস্যের দ্বন্দ্ব, স্থানীয়দের ক্ষোভ

পঞ্চগড়ে কৃষকের ফসলের ক্ষতিপূরণ দেওয়াকে কেন্দ্র করে দুই ইউপি সদস্যের দ্বন্দ্ব। এতে উত্তেজিত হয়ে পরেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নে। এ ঘটনা জানাজানি হলে কয়েক শতাধিক মানুষ ইউনিয়ন পরিষদে অবস্থান নেন।

সাধারণ মানুষ উত্তেজিত হয়েছে বুঝতে পেরে প্রথমে আত্মগোপন করে ইউপি সদস্য মোঃ সফিকুল ইসলাম। স্থানীয়রা বলেন, গত শনিবার (২৩- মার্চ) সন্ধ্যার পর সীমান্তের খুব কাছ থেকে দশটি গরু উদ্ধার করে বিজিবি। গরুর মালিক না পেয়ে বিজিবি সদস্যরা গরুগুলো ক্যাম্পে নিয়ে যায়। পরে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সফিকুল ইসলাম যেখানে গরুগুলো পাওয়া গেছে সেখান থেকে প্রায় ৩ কিলোমিটার দুরে স্থানীয়দের গরু জানিয়ে বিজিবি’র কাছ থেকে গরু নেয়। গরুগুলো যেখানে পাওয়া গেছে সেখানে স্থানীয় এক ব্যক্তির ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মর্মে সে ক্ষতিপুরণ দ্বাবী করে। ইউপি সদস্য মোঃ  সফিকুল মাত্র ১৫০০ টাকা ক্ষতিপূরণ দিতে চাইলে সেটা মানতে নারাজ ক্ষতিগ্রস্ত কৃষক। এ বিষয়ে কথা বলায় ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইব্রাহিমের উপর ক্ষিপ্ত হয় ইউপি সদস্য মোঃ সফিকুল।

এতে ঘটনাস্থলেই সাধারণ মানুষ উত্তেজিত হয় সফিকুলের উপর। পরে সেখান থেকে ইব্রাহিম ভাই পরিষদে আসলে পুনরায় মুঠোফোনে সফিকুল ইব্রাহিমকে হুমকি দেয় এবং পরক্ষণেই হাড়িভাষা বাজারে জন সম্মুখে পুনরায় তর্কে জড়ায়। প্রত্যক্ষদর্শী সংরিক্ষত মহিলা আসনে ইউপি সদস্য মোছাঃ আজিমা খাতুন বলেন, আগে কি হয়েছে জানিনা। তবে ইউপি সদস্য সফিকুল যখন ইউপি সদস্য ইব্রাহিমকে মুঠোফোনে হুমকি দেয় তখন আমি ইব্রাহিম ভাইয়ের সাথে ছিলাম। পরে ইব্রাহিম ও আমি বাজারে দাড়িয়ে ছিলাম এমন সময় সফিকুল মেম্বার এসে ইব্রাহিম ভাইয়ের উপর চড়াও হয় এবং তর্কে জড়ায়।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, ইউপি সদস্য মোঃ সফিকুল ইসলাম মাদক সেবন, মাদক ব্যবসা, চোরাচালান সহ নানা ধরনের অপকর্মের সাথে সম্পৃক্ত। তার এই অপকর্মের কারনে এলাকায় বসবাস করা কঠিন হয়ে গেছে। আমরা শোনা মাত্রই এখানে এসেছি । আমরা চেয়ারম্যান এর কাছে বিচার চেয়েছি। দুই থেকে তিন শতাধিক মানুষ বিচারের দাবিতে এখানে আছি। কিন্তু সে বিচারে আসতে টালবাহানা করছে। এবং সে বিভিন্ন ভাবে অনেককেই হুমকি দিচ্ছে এখন। তার সঠিক বিচার চাই। এ ঘটনায় নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি জানান, এ ঘটনায় সফিকুল ইসলাম এর উপর সবাই ক্ষেপে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়া শুরু করলে চেয়ারম্যান এর মধ্যস্থতায় ইউপি সদস্য মোঃ সফিকুল ইসলাম আমাদের ইউপি সদস্য মোঃ ইব্রাহিম এর হাত ধরে ক্ষমা চায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইব্রাহিম তাকে ক্ষমা করে দেন। তবে ইউপি সদস্য সফিকুল ইসলামের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের প্রতি অনুরোধ জানান স্থানীয় সাধারণ মানুষ।

শেয়ার করুনঃ