
ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকৃত ইজিবাইক এর ক্ষতিগ্রস্ত চালক আবু সাইদকে আর্থিক অনুদান দিয়েছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহমেদ।
বুধবার (২৭ মার্চ) দুপুরে রাজধানীর উত্তরায় র্যাব-১ এর প্রধান কার্যালয়ে অধিনায়ক ক্ষতিগ্রস্ত ইজিবাইক চালক ভিকটিম আবু সাইদ এর সাথে সাক্ষাৎ করেন এবং মানবিক দিক বিবেচনায় র্যাব-১ এর পক্ষ হতে আর্থিক অনুদান প্রদান করেন।
সম্প্রতি জিএমপি,গাজীপুর সদর থানাধীন নিলেরপাড়া এলাকায় অটো ছিনতাইকারী চক্রের হাতে অটো হারিয়ে সর্বস্বান্ত হয় ভিক্টিম আবু সাঈদ। সর্বস্ব হারিয়ে কোনঠাসা সাঈদের পাশে এসে দাঁড়ায় র্যাব-১।
ধারাবাহিক র্যাবের অভিযানে ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসে।
ডিআই/এসকে