
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ২ হাজার ৩২৫ পিস ইয়াবা সহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। গতকাল মঙ্গলবার রাতে মোহাম্মদপুরের হুমায়ুন রোডে মাদক (ইয়াবা) বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে তাদের গ্রেফতার করা হয় বলে জানানো হয়।
বুধবার (২৭ মার্চ) র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন,ইমরান শেখ (৩৬)ও মো.ইউনুস (২৪)।
শিহাব করিম বলেন,গতকাল মঙ্গলবার (২৬ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার হুমায়ুন রোড এলাকায় ৩ থেকে ৪জন মাদক ব্যবসায়ী মাদক (ইয়াবা) বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে বলে জানতে পারি। পরে মাদকের চালানটি আটকের জন্য এই এলাকায় র্যাব-২ এর গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয় এবং অভিযান পরিচালনা করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে গাড়ীর ড্রাইভার ও স্টাফ বলে পরিচয় দেয়। আটককৃত ব্যক্তিদের মাদক সর্ম্পকে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের কাছে ইয়াবা আছে স্বীকার করে। পরে তাদের প্যান্টের নিচে কস্টেপে পেঁচানো ২ হাজার ৩২৫ পিস ইয়াবা পাওয়া যায়।
গ্রেফতারকৃতদের কথা জানিয়ে তিনি বলেন,আসামীরা জানায়, রাজধানীসহ আশেপাশের জেলায় নেশা জাতীয় দ্রব্যের ব্যাপক চাহিদা থাকায় নতুন নতুন কৌশলে সীমান্তবর্তী জেলা কক্সবাজার হতে কম দামে মাদক কিনে আনে। এরপর রাজধানীসহ আশপাশের জেলায় বেশী দামে মাদক বিক্রয় করে আসছিল তারা।
আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
ডিআই/এসকে