
পিরোজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ (মঙ্গলবার) ভোর ৬টায় শহরের ভাগীরথি চত্বরে শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পার্ঘ অর্পণ করা হয়। পিরোজপুর জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান ও পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপরে মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বিএনপি,জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন,পিরোজপুর পৌরসভা,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পার্ঘ অর্পন করে।
জেলা স্টেডিয়ামে সকাল ৮টায় আনুষ্ঠানিক ভাবে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান ও পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলন করেন। প্যারেড প্রদর্শনীতে জেলা পুলিশ,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা আনসার ও ভিডিপি, কারা রক্ষী বাহিনী, বিএনসিসি, রোভার স্কাউট দল, সরকারি শিশু পরিবার সহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা,বিশেষ মোনাজাত ও প্রার্থনা, আলোচনা সভা ইত্যাদি অনুষ্ঠিত হয়েছে।