
পঞ্চগড়ে বইতে শুরু করেছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। আসন্ন ঈদকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীরা শুভেচ্ছা বিনিময় সহ বিভিন্নভাবে প্রচারণা শুরু করেছেন। তবে এবার তেতুলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণের কথা জানিয়েছেন উপজেলার ১ নং বাংলাবান্ধা ইউনিয়নের পরপর তিনবারের নির্বাচিত চেয়ারম্যান জনাব কুদরত ই খুদা মিলন।
তিনি উপজেলা পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই সর্বত্র জনসমর্থন পেতে শুরু করেছেন। এতে অনেকের কপালের দুশ্চিন্তার ভাঁজ পড়তে শুরু করলেও আনন্দিত সাধারণ ভোটাররা। স্থানীয়রা জানান, কুদরত ই খুদা মিলন বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান হওয়ার পরেও সমগ্র উপজেলার সাধারণ মানুষ বিপদে আপদে তার কাছে গেলে কখনো কাউকে নিরাশ হয়ে ফিরে আসতে হয় না। উনি ভালো মানুষ বিধায় স্বতন্ত্র প্রার্থী হয়েও এবার বিপুল ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
আমরা সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে চাই। আমরা এলাকার উন্নয়ন চাই। আর এ কারণে উপজেলা পরিষদে কুদরত ই খুদা মিলন এর বিকল্প নেই। যদি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় আমরা আশাবাদী তিনি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে তেতুলিয়া উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবেন। তিনি পর্যটন ক্ষেত্রে তেতুলিয়া উপজেলা’কে সমগ্র দেশবাসীর কাছে পরিচিতি করাবেন।
এ বিষয়ে তেতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কুদরত ই খুদা মিলন বলেন, সাধারণ মানুষের সেবা করতে খুব অল্প বয়সে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। মানুষের সেবা করার মনমানসিকতা আমার সব সময়ই ছিল। যে কারনে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়ে আর কখনোই পিছনে তাকাতে হয়নি।
উদ্দেশ্য যদি মানুষের কল্যাণে হয় তবে সেখানে সফলতা আসবেই। আমি আশাবাদী সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা স্বপ্নগুলো বাস্তবায়ন করব ইনশাল্লাহ।