
আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল ও র্যাব-১৪, ময়মনসিংহে কর্মরত সকল অফিসার ও ফোর্সের জন্য প্রীতিভোজের আয়োজন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা করণ প্রসঙ্গে।
২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে র্যাব-১৪ ময়মনসিংহ কর্তৃক কর্মসূচি সমূহ নিম্নরূপঃ।
পতাকা উত্তোলনঃ সকাল ০৫৩৫ ঘটিকায় জাতীয় ও র্যাব পতাকা উত্তোলন করা হয়।
টহল মোতায়েনঃ র্যাব-১৪ এর আওতাধীন ব্যাটালিয়ন সদর সহ সকল কোম্পানি সমূহের দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা মূলক বিশেষ টহল মোতায়ন করা হয়।
বিশেষ দোয়া ও মোনাজাতঃ অধিনায়কের উপস্থিতিতে সকল অফিসার এবং অনান্য পদবীর সদস্যদের নিয়ে ব্যাটালিয়ন সদরের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ যোহর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণীসমূহ প্রচার ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণীসমূহ র্যাব-১৪, ময়মনসিংহ সদর দপ্তর সহ অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ক্যাম্পসমূহে কর্মরত সকল স্তরের র্যাব সদস্যদের রোলকলে পাঠ করে শোনানো হয়।
প্রীতিভোজ ও আলোকসজ্জা ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে র্যাব-১৪,ময়মনসিংহ এর মান্যবর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খানের নির্দেশক্রমে র্যাব-১৪,ময়মনসিংহ সদর দপ্তর সহ অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ক্যাম্পসমূহে সকল অফিসার ও ফোর্সের জন্য প্রীতিভাজের আয়োজন করা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জার মাধ্যমে সাজানো হয়।
ডিআই/এসকে