
ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে পৃথক পৃথকভাবে ৫২তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৬শে মার্চ) নান্দাইল উপজেলা সদরে ৩১বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে উপজেলা সদর স্মৃতি সৌধে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ ও সামাজিক সংগঠনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে সম্বিলিত কুচকাওয়াজ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।অপরদিকে নান্দাইল উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান ও সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী নাজিম উল্লাহ লিটনের যৌথ নেতৃত্বে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নান্দাইল উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয় এসময় সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইয়া, আওয়ামীলীগ নেতা সাইদুর রহমান, মুশফিকুর রহমান মুশফিক, উপজেলা যুবলীগের আহবায়ক আবু নাঈম ভূইয়া ফারুক, সাবেক ইউপি চেয়ারম্যান হাসিম উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র শফিকুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর শাহ আলম হেলিম মাহিন, উপজেলা কৃষকলীগের আহবায়ক হুমায়ূন কবীর চঞ্চল, যুগ্ম আহবায়ক বাচ্চু মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা মাহবুব হাসান জয়, আমিনুল ইসলাম সাগর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আফতাব উদ্দিন তুহিন, আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ মাস্টার সহ আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।