
মহান ২৬শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফরিদপুর জেলা জাতীয় শ্রমিক লীগ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন।
আজ সকালে শহরের গোয়ালচামট স্মৃতিসৌধে শত শতাধিক নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে সংগঠনটি।ফরিদপুর জেলা শাখার জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাছিরের নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রমিক লাগের সাধারণ সম্পাদক ইমান আলী মোল্লা, সহ-সভাপতি হাসিবুল আমিন সিদ্দিকী লিপন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান হিরু, অর্থ সম্পাদক ইউনুছ আলী প্রামানিক প্রমূখ।
এর আগে শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার পরে একটি শোভাযাত্রায় বের হয়ে শহরের পুরাতন বাস স্ট্যান্ড টার্মিনাল প্রাঙ্গণে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন সংগঠনটি ।